আপনার বেডরুম একেবারেই আপনার ব্যক্তিগত জায়গা। সেখানে নিভৃত মুহূর্ত কাটান সম্পূর্ণ প্রাইভেসি বজায় রেখে৷ নবদম্পতিদের ক্ষেত্রে তো বেডরুম আরও বেশি গুরুত্বপূর্ণ এবং অন্তরঙ্গতায় ভরে তোলার জায়গা। তাই বেডরুম ডেকর নিয়ে যথেষ্ট সচেতন আজকালকার কাপলরা।নবদম্পতি হিসেবে জীবনের এই নতুন অধ্যায়ের সূচনার সাথে সাথে, আপনাকে অনেক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে । আপনার নিজের নীড় গুছিয়ে নেওয়া হয়তো সবচেয়ে বড়ো চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম।বেডরুমের সাজসজ্জা, আসবাব এবং কোন লেআউট নির্বাচন করবেন-- এই ধরনের অনেক প্রশ্ন-ই থেকে যায় যেগুলোর উত্তর খুবই গুরুত্বপূর্ণ। আপনার বেডরুম সাজাবেন কীভাবে, এখানে রইল তারই কিছু পরামর্শ।

বেড : মনে রাখবেন ঘরের মাপ অনুযায়ী বিছানা না কিনলে, ঘরে হাঁটাচলা করার জায়গার অভাব হবে। ডাবল বেড বা কিং সাইজ বেড, যেটাই কিনুন, তা যেন ঘরের আয়তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

ওয়ার্ডরোব : বাস্তুমতে বলা হয় দক্ষিণদিকে ভারী জিনিস রাখা শুভ। তাই আপনার ওয়ার্ডরোব দক্ষিণ দেয়ালের গা ঘেঁষেই রাখুন। সেটার মধ্যেই স্বামী-স্ত্রীর আলাদা স্টোরেজ স্পেস ভাগ করে নিন।

আলো : বেডরুমে ব্যবহার করুন ফ্লোরমাউন্ট আলো। এতে ঘর অন্ধকার থাকলেও, একটা আলোর বিভা ছড়িয়ে থাকবে গোটা ঘরে। বেডসাইড ল্যাম্প ব্যবহার করুন অথবা ডিম লাইট। ওয়ার্ম লাইট ব্যবহার করতে পারেন বেডরুমে। এতে রোমান্টিক একটা পরিবেশ বজায় থাকবে। 

পর্দা : বেডরুমের ক্ষেত্রে পর্দা লাইট পিংক হতে পারে যদি দেয়াল পিংক কালারের হয়। বেডরুমের পর্দা দুই লেয়ারের হলে ভালো হয়। একটা মেন কার্টনের সঙ্গে শিয়র-কার্টন লাগান বেডরুমে। পর্দা মেঝে পর্যন্ত ঝুলের হওয়াই ভালো। আলোর প্রয়োজনে শিয়র-কার্টন ব্যবহার করুন। মেন কার্টন আপনার প্রাইভেসি বজায় রাখবে।

Bedroom decoration for newly wed

ফার্নিচার : অতিরিক্ত আসবাব রেখে ঘর ভরিয়ে তুলবেন না। কেবল জরুরি ফার্নিচারগুলোই রাখুন বেডরুমে। কাঠের ফার্নিচারের কোনও বিকল্প নেই। কিন্তু কনটেম্পোরারি স্ট্রেট লাইন ফার্নিচার এখন ভীষণ ইন। গ্লাস ফিনিশড ফার্নিচারের উপর পলিকট ফিনিশ করাতে পারেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...