বিয়ে মানেই সুন্দর পবিত্র একটি সম্পর্কের গোড়াপত্তন। এই সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে যদি নবদম্পতি শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ থাকেন। কীভাবে নিতে হবে যত্ন শরীর এবং মনের, তাই নিয়ে আজ আমাদের আলোচনা...

শারীরিক প্রস্তুতি

বিয়ের আগে পাত্র-পাত্রীর শারীরিক প্রস্তুতি নেওয়া খুবই গুরত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে পড়ে উভয়ের মেডিকেল চেকআপ, রক্তের গ্রুপ যাচাই, বংশগত কারও কোনও রোগ আছে কিনা দেখে নেওয়া, উভয়ের বয়স, এছাড়াও রক্তের সম্পর্কে আত্মীয়ে মধ্যে Marriage হচ্ছে কিনা সেটাও দেখে নেওয়া। এগুলোর সবকটিই প্রযোজন ভবিষ্যত্ জীবনে দাম্পত্যকে আরও সুমধুর করে তুলতে।

এবার Marriage দিনটির জন্যও উভয়েই কিছু প্রস্তুতি দরকার হয়। বিয়ের দিনে কনের সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করতে শরীরেরও কিছু যত্নের প্রযোজন পড়ে। বিয়ের দিনে অতিথিদের দৃষ্টি থাকে বর-কনের উপরেই। তাই কনের নিজেকে আকষর্ণীয় করে তুলতে দরকার বিয়ের আগে থেকেই বিশেষ পরিচর্যার।

সাম্প্রতিক সময়ে বিয়ের আযোজনের অনেকটাই দাযিত্ব থাকে বর-কনের উপর। বিয়ের শপিং, বিয়ে এবং অতিথিদের অভ্যর্থনার সব আয়োজন করা, প্ল্যানিং, জীবনের নতুন অধ্যায় শুরুর আগের মানসিক দ্বিধাদ্বন্দ্ব, ভীতি সবকিছুই চাপ সৃষ্টি করে পাত্র-পাত্রীর উপর। ফলে টেনশন, পরিশ্রম চেহারায় ফেলে ক্লান্তির ছাপ। চোখের নীচে কালি পড়ে, মুখের এবং চামড়ার উজ্জ্বলতা হারিয়ে যায়। অনেকেই ত্বক নিয়ে সমস্যায় পড়েন। সুতরাং নিজেকে স্বাভাবিক রাখতে ত্বকের যত্নের পাশাপাশি কয়েক মাস আগে থেকেই পুরো শরীরের যত্ন নেওয়া শুরু করে দিতে হবে। পার্লারে যাওয়ার পাশাপাশি বাড়িতেও আপনি ত্বক, চুল, হাত-পায়ে এবং মুখের যত্ন নিতে পারেন।

ত্বকের যত্ন

(ক) ত্বকের আর্দ্রভাব ধরে রাখতে পারলে তবেই ত্বক হয়ে উঠবে সতেজ এবং সুন্দর। ত্বকের প্রাণোচ্ছল টাটকা টানটান ভাব ধরে রাখতে সারাদিনে প্রচুর জল পান করুন এবং টাটকা ফল খান।

(খ) ক্লিনজার দিয়ে সারাদিনে দুবার মুখ পরিষ্কার করুন। তারপর মুখ শুকিয়ে গেলে টোনার ব্যবহার করুন। সবথেকে শেষে ত্বকে ভালো করে মযে্শ্ছারাইজার লাগিয়ে নিন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...