চশমায় ফ্যাশন? কয়েক বছর আগেও ভাবা যেত না। চশমায় মুখের সৌন্দর্য ঢাকা পড়ে সাজটাই হবে মাটি। চশমিশ, চার-চোখোর মতো টিপ্পনী শুনতে হবে আশপাশের মানুষজনের থেকে। অথচ কমজোর দৃষ্টিশক্তির কারণে চশমাটাও মাস্ট।

বর্তমানে চশমা নিয়ে এহেন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এখন চশমা শুধুমাত্র দৃষ্টিশক্তিই নয় সৌন্দর্যের পাশাপাশি আপনার ব্যক্তিত্বও বাড়িয়ে তোলার সহায়কও বটে। এককথায় বলা যেতে পারে– এক চশমায় ট্রিপিল ধামাকা। এমনকী আজকাল সেলিব্রিটিরাও নিজেদের মেকওভার বদলানোর সময় অথবা ইন্টেলেকচুয়াল লুক আনতে বিভিন্ন ধরনের চশমা ব্যবহার করছেন।

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ফ্যাশনদুরস্ত চশমা পাওয়া যাচ্ছে। রিমলেস, কালার ফ্রেম, একটু মোটা ধরনের ফ্রেম-সহ আরও বিভিন্ন স্টাইলের চশমা। ফলে আপনার চিকিৎসক চশমার পরামর্শ দিলেও ঘাবড়ে যাওয়ার দিন শেষ। অনায়াসে বেছে নিতে পারেন নিজের মুখের মানানসই যে-কোনও Trendy Eye Glasses।

চশমা বেছে নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা দরকার। প্রথম শর্ত, এমন চশমা বাছুন যা আপনার মুখের সৌন্দর্যকে খুব বেশি ঢেকে না দেয়। ট্রেন্ডি স্টাইলিশ চশমার একটা আবেদন রয়েছে। কিন্তু কোনটা আপনার মুখের সঙ্গে যথাযথ মানানসই, তা আপনাকেই বেছে নিতে হবে। চশমার কালার, শেপ এবং স্টাইল সবদিকেই খেয়াল রাখতে হবে। বিরাট কোনও কঠিন কাজ নয় এটা। রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই।

চোখে পছন্দসই চশমা লাগিয়ে আয়নার সামনে নিজেকে ভালোভাবে দেখে নিন। সঠিক চশমা বেছে নিতে সমস্যা হবে না। নির্বাচন সঠিক না হলে নিজেকেই অস্বস্তিতে পড়তে হবে। মনে রাখবেন এটা আপনার পার্সোনালিটির পরিচায়কও বটে । তাই মুখ অনুপাতে বেঢপ চশমা পরতে যাবেন না, অকারণে ট্রেন্ড ফলো করতে গিয়ে৷চশমা কেনার আগে এগুলি মাথায় রাখুন—

ফ্রেম

মুখের শেপ অনুযায়ী চশমা বাছাই করা উচিত। মুখের শেপ গোল হলে, রাউন্ড শেপের চশমা এড়িয়ে চলুন। কারণ গোল মুখে রাউন্ড ফ্রেমের চশমা পরলে আপনার মুখ আরও গোলাকৃতি দেখাবে। কিছুটা অ্যাঙ্গেল শেপ পারফেক্ট ম্যাচিং। বিশেষত আয়তাকার ফ্রেম অনেক বেশি ভার্সাটাইল। এতে একটা আলাদা স্টাইল-ফান্ডা রয়েছে। গোলাকৃতি তো বটেই, যে-কোনও ধরনের মুখেই চলতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...