বাড়িতে কোনও আনন্দানুষ্ঠান উপলক্ষ্যেই হোক বা অন্য কোনও কারণে, অতিথি-অভ্যাগতদের আসাযাওয়া লেগেই থাকে। পার্টি বা অনুষ্ঠানের আয়োজন এক শৈল্পিক কাজ। সমস্ত খুঁটিনাটি বিষয়ে নজর রাখতে হয়। চুলের কাঁটা থেকে আলপিন, সবকিছুতেই যেন থাকে আপনার স্পেশাল টাচ। খাওয়াদাওয়া বা আপ্যায়নের জায়গাটিও সুন্দর হওয়া প্রয়োজন। বিশেষকরে, টেবিল সাজানোর দক্ষতা, রুচিকে অন্য মাত্রায় নিয়ে যায়, খাবারগুলোও হয়ে ওঠে চিত্তাকর্ষক। অনুষ্ঠানের বিভিন্নতায়, টেবিল সাজানোয় রকমফের হয়। বদলে যায় Table Linen - এর ধরনও।

শিশুদের জন্মদিনের পার্টি

সুন্দর ডিজাইনের, গাঢ় রং-এর (লাল, নীল, হলুদ, গোলাপি) টেবিল-লিনেন আপনার সন্তানের বার্থডে পার্টিকে করে তুলবে অনন্যসাধারণ। সমস্ত ঘরের চেহারা বদলে যাবে নকশাকাটা লিনেনের এক্সক্লুসিভ লুক-এ।

কিটি পার্টি

যদি আপনি কিটি পার্টির আয়োজন করেন, তাহলে নিজের সেলাই-ফোঁড়াই-এর দক্ষতাকে তুলে ধরুন টেবিল-লিনেনের মাধ্যমে। আপনার হাতের ছোঁয়ায় টেবিল-লিনেন-এ ফুটিয়ে তুলুন দারুণ সব নকশা, হয়ে উঠুন সার্থক ‘হোস্ট’। বাজারের রেডিমেড জিনিসের তুলনায় আপনার হাতের করা সেলাই-এর কারুকাজ পার্টিতে এনে দেবে আন্তরিকতার সুর।

ফর্মাল পার্টি

অফিসের কলিগ বা বস্-কে নিমন্ত্রণ করেছেন, পদোন্নতি বা অন্য কোনও বিশেষ কারণে পার্টির আয়োজন করেছেন? তাহলে টেবিল-লিনেন সাদা, ক্রিম, ধূসর বা অন্যান্য ফর্মাল রং-এর হওয়াই বাঞ্ছনীয়। এমন প্রিন্ট বেছে নিন, যাতে ছোটো-বড়ো চেক্স এর প্রাধান্য।

তারুণ্যে উচ্ছল পার্টি

তরুণ-তরুণীদের জন্য পার্টি আয়োজন করলে, যে-কোনও প্রিন্ট বা কালার-এর টেবিল-লিনেন পছন্দ করতে পারেন। শুধু খেয়াল রাখা জরুরি যে, সেটি যেন আউট অফ ফ্যাশন না হয়।

পারিবারিক আনন্দানুষ্ঠান

যদি অনুষ্ঠান হয় পারিবারিক, তাহলে ঐতিহ্য এবং পরম্পরাকে মাথায় রেখে Table Linen - এর ডিজাইন বেছে নিন। ছোটো ছোটো মোটিফ বা গ্রাম্য নকশায় সাজানো আধুনিক প্রিন্ট-এর লিনেন অন্য মাত্রা এনে দেবে। হলুদ লিনেনে উট-এর সারি বা বাঙলার আদি-অকৃত্রিম নকশি কাঁথার স্টিচ বা পট-চিত্রের ছবি টেবিল-সজ্জায় নান্দনিকতা নিয়ে আসবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...