বিয়ের দিনে সবার নজর কাড়তে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনার পোশাক এবং মেক-আপ হোক চিত্রতারকাদের মতো। আপনাকে সাহায্য করতে তুলে ধরা হচ্ছে বলিউড সেলেবদের ওয়েডিং লুকস-এর খুঁটিনাটি।

ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই অন্যতম পোশাক হিসাবে বিবেচিত হয় শাড়ি এবং লেহেঙ্গা চোলি। বিশেষ কোনও অনুষ্ঠান উপলক্ষ্যে এই পোশাক পরলে আপনি যেমন ঐতিহ্য বজায় রাখতে পারবেন, ঠিক তেমনই ভিন রাজ্যের সংস্কৃতির প্রতি আপনার সংবেদনশীল মানসিকতার পরিচয়ও বহন করবে। তবে ভারতীয় নারীরা কোনও বিশেষ অনুষ্ঠানে পরার জন্য শাড়িকেই রাখেন প্রথম পছন্দের তালিকায়। আর উপলক্ষ্য যদি বিয়ে হয়, তাহলে তো কথা-ই নেই— শাড়ি মাস্ট। অবশ্য যে-সব যুবতিদের বিবাহ আসন্ন তারা তাদের পোশাক নিয়ে কিংবা ব্রাইডাল লুকস নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন এটাই স্বাভাবিক। আপনাদের গাইড করতে এখানে তুলে ধরা হচ্ছে চলচ্চিত্র তারকা আলিয়া ভট্ট এবং রণবীর কপুরের বিয়ের সাজ-পোশাক বা ওয়েডিং লুকস।

আলিয়া ভট্ট

আলিয়া ভট্ট এবং রণবীর কপুর তাদের বিয়ের জন্য বেছে নিয়েছিলেন হালকা রং-এর পোশাক। অধিকাংশ কনেরা যেখানে লাল কিংবা মেরুণ রং-এর শাড়ি বেছে নেন বিয়ের জন্য, সেখানে আলিয়া বেছে নিয়েছিলেন আইভরি এবং গোল্ড কালার। সব্যসাচী-র ওয়েডিং-স্পেশাল ফ্লোরাল ডিজাইন শাড়িতে তাঁকে মানিয়েছিলও দারুণ। পরে তিনি ওই বিয়ের শাড়ি পরেই যোগ দিয়েছিলেন এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে। আসলে তাঁদের বিয়ের থিম-ই ছিল আইভরি অ্যান্ড গোল্ড। আলিয়া এবং রণবীর— এই দুই রং-এর পোশাকে সবার নজর কেড়ে নিয়েছিলেন।

বিয়ের দিন শাড়ির সঙ্গে কানের দুল, চুড়ি, টিকলি, ঢোকার প্রভৃতি গয়নায় শোভিত হয়েছিলেন আলিয়া। আর বিয়ের দিনে সব থেকে বেশি যা নজর কেড়েছিল, তা হল তাঁর খোলা চুল। বিয়ের দিনে সাধারণত খোলা চুলে প্রায় কাউকে দেখা যায় না, তাই বলা যায় আলিয়া ব্যতিক্রমীরূপে দেখা দিয়েছিলেন। মাথায় চেলির সঙ্গে ওই সিম্পল হেয়ার-স্টাইল আরও সুন্দরী করে তুলেছিল আলিয়াকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...