সব অভিভাবকেরাই চান তাদের যথাসাধ্য সামর্থ্য দিয়ে সন্তানকে শিক্ষিত করে তুলতে এবং এই লক্ষ্যে পৌঁছোতে তারা সারা জীবন পরিশ্রম করেন। কিন্তু সমস্ত চেষ্টা সত্ত্বেও অর্থের অভাবের কারণে ব্যক্তিকে পরিস্থিতির সঙ্গে অনেক সময়েই লড়াই চালিয়ে যেতে হয়। ইচ্ছা থাকলেও নামি স্কুল, কলেজে পড়াবার সামর্থ্য তাদের থাকে না। যার ফলে তাদের সন্তানরা কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করার সুযোগ থেকে বঞ্চিত থেকে যায়। অভিভাবকদের বুঝতে হবে যেমন গাছ রোপণ করলেই ফল দিতে শুরু করে না, তাকে সার এবং যত্ন দিয়ে বড়ো করলে তবেই ফল পাওয়ার আশা করা যায়— ঠিক তেমনি একটি বাচ্চাকে সঠিক ভাবে শিক্ষিত করে তুলতে ঠিক সময় Education Planning শুরু করে দিতে হয়।

সুকন্যা সমৃদ্ধি যোজনা

এটি কেন্দ্রীয় সরকারের একটি যোজনা যেখানে কম পরিমাণে অর্থ বিনিয়োগ করে ভবিষ্যতে বাচ্চার পড়াশোনার জন্য বেশ বড়ো অঙ্কের অর্থ জমা করতে পারবেন। এই যোজনাটি তাদেরই উপকারে আসবে, যাদের রোজগার স্বল্প এবং খুব কম বাজেটে সংসার চালাতে হয়। তবে মনে রাখতে হবে যোজনাটি শুধুমাত্র কন্যা সন্তানের জন্য।

এই যোজনায় আপনি তখনই উপকৃত হবেন, যদি আপনার কন্যা সন্তানের জন্মের ১০ বছরের মধ্যে এই যোজনায় এনরোল করেন। এর জন্য অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন মাত্র ২৫০ টাকা।

এই অ্যাকাউন্টে বার্ষিক দেড় লক্ষ টাকার বেশি জমা করা যায় না। যদি বছরে ১০ হাজার টাকা জমা করেন তাহলে যোজনার নিয়ম অনুযায়ী শেষে গিয়ে ৪ লক্ষ টাকা পাবেন। বেশি টাকা জমা করলে লাভও বেশি পাবেন। কন্যা যখন ১৮ বছরের হবে তখন পড়াশোনায় এই অর্থ ব্যয় করতে পারবে। অভিভাবকদের এর প্রমাণ-পত্রের বিনিময়ে জমানো অর্থ তুলতে দেওয়া হবে।

বর্তমানে বহু অভিভাবকই এই যোজনার মাধ্যমে সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতে সক্ষম হচ্ছেন। জমা অঙ্ক সামান্য হলেও লং টার্ম-এর পর সেই অর্থ লক্ষ পার করবে। এটি সম্পূর্ণ ভাবে ট্যাক্স ফ্রি।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...