ভরপুর রোমাঞ্চ আর মাস গেলে মোটা অঙ্কের মাইনে, এমন পেশায় কে না চায় যোগ দিতে? এমনটা যদি আপনিও চান, তাহলে যোগ দিতে পারেন যে-কোনও বিমান সংস্থার কেবিন ক্রু কিংবা এয়ার হোস্টেস পদে। কিন্তু তার আগে এই পেশায় কাজের ধরন, যোগ্যতা, বিশেষ শর্তাবলি সম্পর্কে জেনে নেওয়া দরকার।

কাজের ধরন

বিমান মাটি ছাড়ার কয়েক ঘণ্টা আগে থেকে অবতরণের পর ঘণ্টা দুয়েক পর্যন্ত এয়ার হোস্টেস এবং কেবিন ক্রুয়ের কাজের সময়। বিমানে ওঠার সময় বিমানের দরজায়, এয়ার হোস্টেস হাসিমুখে যাত্রীদের স্বাগত জানান। তারপর প্রতিটি যাত্রীর যাবতীয় সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব তারই। যাত্রীদের লাগেজ সঠিক জায়গায় রাখতে সাহায্য করা, সঠিক আসনে যাত্রীদের বসানোর মতো প্রাথমিক দায়িত্ব পালনের পর তাদের খাওয়া দাওয়া, বিশ্রাম, এসবের ব্যবস্থা করেন তারাই। বিমান মাটি ছাড়ার পর যাত্রীদের যাবতীয় সুরক্ষা, যেমন সিট বেল্ট, ইমার্জেন্সি দরজা, অক্সিজেন-মুখোশ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে বুঝিয়ে দেন এয়ার হোস্টেস।

শুধু যাত্রীদেরই নয়, বিমানের দেখাশোনা করাও এয়ার হোস্টেসের দায়িত্বের মধ্যে পড়ে। ফ্লাইট কমান্ডারের নির্দেশ পালন, বিমানের দরজা ঠিকমতো বন্ধ হয়েছে কিনা দেখা, সব যাত্রী সিট বেল্ট বেঁধেছেন কিনা পরীক্ষা করা, কোনও যাত্রী অসুস্থ বোধ করলে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা-- কাজের পরিধিতে এগুলিও পড়ে।

যোগ্যতা

এয়ার হোস্টেসের চাকরির ক্ষেত্রে খুব বেশি উচ্চশিক্ষার প্রয়োজন হয় না। যে-কোনও স্বীকৃত সংস্থা থেকে অনার্স-সহ স্নাতক হলেই আবেদন করা যায়। ইদানীং হোটেল ম্যানেজমেন্ট, টুরিস্ট ম্যানেজমেন্টের ডিপ্লোমা-কেও গ্রাহ্য করা হচ্ছে। এই চাকরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হল সুন্দর ব্যক্তিত্ব, মার্জিত রুচি। এ ছাড়া আবেদন করার সময় আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।

ইংরেজি ছাড়া যে-কোনও একটি বিদেশি ভাষায় স্বচ্ছন্দ হতে হবে। জানা বিদেশি ভাষাটি জার্মান হলে, তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এয়ার হোস্টেস হতে হলে প্রার্থীকে যে সুন্দরী হতে হবে এমন কথা নেই, তবে তাকে অবশ্যই স্মার্ট হতে হবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...