প্রকৃতির প্রভাব মনের উপর সবচেয়ে বেশি করে পড়ে। তাই মেঘমেদুর বর্ষাদিনে মনটাও খানিকটা মেঘলা হয়ে থাকে। এরকম পরিস্থিতিতে পোশাকের রং আপনাকে চনমনে করে তুলতে পারে। নিমেষে মুড চেঞ্জ করার একটা অজুহাত হতে পারে পোশাক। ফ্যাশনেবল হয়ে উঠুন আর বেরিয়ে পড়ুন বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে।

বর্ষা শুরু হওয়ার আগেই তাই রিঅ্যারেঞ্জ করুন নিজের ওয়ার্ডরোব। মরশুমি ফ্যাশন মাথায় রেখে, দু-একটি নতুন পোশাকও জুড়তে পারেন তালিকায়।

ফ্যাশন টিপ্স

প্রথমেই নিজেকে মানসিকভাবে এই আশঙ্কা থেকে মুক্ত করুন যে বর্ষাকালে সাজগোজ নষ্ট হয়ে যাবে, পোশাক ভিজে যাবে। বর্ষায় হঠাৎ হঠাৎ হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে, বা টানা দু’দিন ধরে বৃষ্টি চলতেই থাকবে– এমন মানসিক প্রস্তুতি নিয়েই ঋতুটিকে অভ্যর্থনা জানান। তাই পোশাক এমন হওয়া উচিত, ভিজলেও যা চট করে শুকিয়ে যাবে।

গরমকালে হালকা রং আমাদের পছন্দের শীর্ষে থাকে কিন্তু বর্ষায় ফিকে রং দেখতেও অপরিচ্ছন্ন লাগে আর মনের উপরেও একটা নেতিবাচক প্রভাব পড়ে। তাই বর্ষায় পরুন উজ্জ্বল রঙের পোশাক। গাঢ় রং অপরিষ্কারও দেখাবে না। ফ্লোরাল গ্রিন, প্যাস্টেল রেড, ইলেকট্রিক ব্লু, ফ্লোরাল ইয়েলো, অরেঞ্জ, ডার্ক গ্রে, ডার্ক ব্ল্যাক রাখতে পারেন আপনার পোশাকের রঙের তালিকায়।

সালেয়ার কামিজ, লেগিংস-কুর্তি, লং স্কার্টস– যাই পরুন না কেন, খেয়াল রাখবেন লোয়ার পার্ট-টি যেন অবশ্যই চড়া রঙের হয়। স্কার্ট পরলে ডার্ক পিংক, ডার্ক চকোলেট বা ডার্ক রেড পরতে পারেন লাইট কালারের টপের সঙ্গে। এই ধরনের কম্বিনেশন একাধারে রোমান্টিক তো বটেই, সেইসঙ্গে দৃষ্টিনন্দনও।

অফিসওয়্যার হিসাবে শাড়ি বা সালোয়ার কামিজ যদি আপনার পছন্দের তলিকায় থাকে, তাহলে বড়ো বড়ো জাঙ্ক প্রিন্ট্স-ই বাছুন। নজরকাড়া লাগবে। সঙ্গে কালার ব্যালেন্স করতে, লাইট কালারের ব্লাউজ পরুন শাড়ির সঙ্গে, আর একটা সলিড কালারের লেগিংস বা সালোয়ার পরুন কামিজ বা কুর্তির সঙ্গে।

ইয়ং জেন-রা  টি-শার্টের রঙের ব্যাপারেও গাঢ় কিন্তু উজ্জ্বল রং নির্বাচন করুন। সঙ্গে থ্রি-কোয়ার্টার প্যান্টস বা অ্যাঙ্কল লেংথ লাইট ওয়েট জিন্স চলতে পারে। পায়ে বর্ষার উপযুক্ত স্লিপার্স বা ফ্লিপফ্লপ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...