সদ্যোজাত শিশু যখন পৃথিবীর আলো দেখে, তখন নার্সরা তাদের ধবধবে সাদা কাপড়ে জড়িয়ে মায়ের কোলে তুলে দেন। পৃথিবীতে পদার্পণ করার পর এটাই তার প্রথম পোশাক। কিন্তু দু-একদিন বাদেই প্রয়োজন পড়ে বাচ্চার প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের।

বাচ্চার যথাযথ লালনপালনের জন্য প্রথম দিন থেকেই জামা, ন্যাপি, ডাইপার, টাওয়েল, টিস্যু পেপার, কটন বল, শোওয়ানোর জন্য ছোট্ট গদি, বালিশ, স্নানের জন্য টাব, মগ, সাবান, মালিশের জন্য বেবি অয়েল এবং পাউডার থাকাটা ভীষণ জরুরি। সেই কারণে পরিকল্পনামাফিক শিশুদের প্রয়োজনীয় অত্যাবশ্যক জিনিসগুলি আগে থেকেই কিনে রাখা উচিত।

কিনুন আরামদায়ক পোশাক -

বাচ্চার জন্য জামাকাপড় কেনার সময় খুব সাবধানে, দেখেশুনে তবেই কেনা উচিত। বাজারের বিভিন্ন বিপণিতে সহজলভ্য সুন্দর সুন্দর ডিজাইনের স্টাইলিশ পোশাকের দিকে না ঝুঁকে, নরম, আরামদায়ক পোশাকই বাছুন। এই সময়ে বাচ্চারা সর্বদা শোয়া অবস্থাতেই থাকে। বড়ো বড়ো বাটনওয়ালা ঝাঁ চকচকে মেটেরিয়াল বাচ্চার অস্বস্তির কারণ হতে পারে। তাই এমন পোশাক নির্বাচন করুন, যাতে আপনার বাচ্চা কমফর্ট ফিল করবে।

শীতকালের কথা মাথায় রেখে, সুতির কাপড়ের পাশাপাশি পশমের তৈরি টুপি, ফুলপ্যান্ট, মোজা, সোয়েটার কিনে রাখুন এখন থেকেই। এছাড়াও ফ্লানেল-এর পোশাকও কয়েক সেট অবশ্যই নিয়ে রাখুন। এগুলো বেশ হালকাও। বর্ষাবাদলের দিনে ফ্লানেল কাপড় ভীষণ কাজে আসে। একটা জিনিস খেয়াল রাখবেন, টুপি কেনার সময় দেখে নেবেন, যাতে এতে আপনার বাচ্চার মাথার সঙ্গে সঙ্গে কান দুটিও যেন ঢাকা থাকে। কারণ ঠান্ডাটা কান থেকেই বেশি লাগে।

ন্যাপি এবং ডাইপার -

পোশাকের সঙ্গে সঙ্গে সারাদিনের ব্যবহারের জন্য পর্যাপ্ত ন্যাপি আর ডাইপার থাকাটাও জরুরি। বর্তমানে ব্যবহারের সুবিধার কারণে ডাইপার এতটাই অত্যাবশ্যক জিনিস হয়ে পড়েছে যে, প্রতি দু-দিন অন্তর অন্তর মায়েদের মনে হয় আরও কয়েকটা কিনে নিলে ভালো হতো। তাই সারা সপ্তাহের হিসাবে মোটামুটি কয়েকটা প্যাকেট কিনে রাখা ভালো।

পোশাক-আশাক, ন্যাপি, ডাইপার ছাড়াও বহু নিত্যপ্রয়োজনীয় প্রসাধন সামগ্রীর প্রয়োজন পড়ে বাচ্চাদের জন্য। যেমন– বেবি পাউডার, বেবি ক্রিম, বেবি লোশন, বেবি অয়েল, বেবি শ্যাম্পু, বেবি হেয়ার ব্রাশ ইত্যাদি। বাজারে এমন অনেক প্রসাধন সামগ্রীর কোম্পানি আছে, যাদের উপর চোখ বুজে ভরসা করা যায়। এগুলির পুরো সেটও পেয়ে যাবেন। মালিশের জন্য অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, তবে ক্রিম বা লোশনের ব্যাপারে ডাক্তারের প্রেসক্রাইব করা জিনিস বাছাই যুক্তি সাপেক্ষ, কারণ বাচ্চাদের ত্বক ভীষণ সংবেদনশীল হয়ে থাকে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...