বদলে যাওয়া ঋতুর সঙ্গে পাল্লা দিয়ে বদলায় ফ্যাশনের বহতা স্রোত । আপনি যদি সেই স্রোতের অনুসারী হয়ে থাকেন— তাহলে আপনাকেও সময়ে সময়ে ওয়ার্ডরোব-টিতে মৃতসঞ্জীবনী সঞ্চার করতে হবে। বদলে ফেলতে হবে পোশাকের কাট-ছাঁট। জীবন্ত রঙে ফিরিয়ে আনতে হবে ফ্যাশনের জোয়ার।

বাজার ছেয়ে গিয়েছে ট্রেন্ডি ক্রপ টপ এবং হাই ওয়েস্ট জিনস-এ।কিন্তু এই ফোশাক মধ্য বয়সিদের ঠিক মানায় না৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ডৌলেও পরিবর্তন আসা স্বাভাবিক। এথনিক পোশাক  এক্ষেত্রে আপনার সহায় হবে৷ তাই কেনাকাটি করতে যাওয়ার আগে বেশ কয়েকটি টিপস রইল আপনাদের জন্য।

একটু লম্বা ঝুলের কুর্তি এখন ফ্যাশনে ইন। কিনে ফেলুন রাউন্ড শেপড কুর্তি। ওই পোশাকের সঙ্গে পরুন লেগিংস বা সিগারেট প্যান্ট। পরতে পারেন পালাজোও। কানে থাকুক একটু বেশি ঝুলের কানের দুল। কে বলতে পারে এই লুকেই হয়তো কতজনের মন চুরি করে ফেলবেন আপনি।

শাড়ি থাকবে না তা হতেই পারে না। কিন্তু একঘেয়ে তাঁত কিংবা সিল্ক ছেড়ে এবার মন দিন অন্য দিকে। কারণ বর্তমানে ফ্যাশনে ইন হ্যান্ডলুম আর নানা প্রদেশের সিল্ক। থ্রি কোয়ার্টার কিংবা স্লিভলেস ব্লাউজের সঙ্গে  শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারবেন না আপনি।

শাড়ি পরার সময়ে বিশেষ কয়েকটি টিপস সঙ্গে রাখা প্রয়োজন। নাহলে সাজটাই মাটি হবে। পেটিকোটের রং এবং ফিটিংসের দিকে খেয়াল রাখুন। ব্লাউজের ফিটিংসের দিকে অবশ্য়ই লক্ষ্য রাখুন। শাড়িতে  মাত্রারিক্ত সেফটিপিন লাগাবেন না। এতে সাজটাই নষ্ট হয়। এসব টিপস সঙ্গে রাখুন, আপনাকে শাড়িতে এতটাই সুন্দর দেখাবে যে কেউ আপানর থেকে চোখে ফেরাতে পারবে না।

অনেকেই পশ্চিমী পোশাক পরতে পছন্দ করেন। আপনারও কি সেরকমই প্ল্যান রয়েছে? সেক্ষেত্রে কয়েকটি দিকে খেয়াল রাখুন। পোশাকের সঙ্গে মানানসই অন্তর্বাস পরুন। ভুল অন্তর্বাস পরলে আপনার সাজটাই মাটি হয়ে যাবে। সেই সঙ্গে সঠিক অ্যাকসেসরিজ দিয়ে লুকটিকে পার্ফেক্ট করে তুলতে হবে। তবেই না পাবেন ফ্যাশনিস্তার তকমা!

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...