বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই বলে হাত-পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে তো চলবে না! অফিসে যেতেই হবে– বেড়াতে যাওয়াটাও তো আর বন্ধ রাখা যায় না।ঝমঝম বৃষ্টিদিনে, শ্যাওলা ধরা মেজাজটাতে আনুন একটু স্ফূর্তির আমেজ। নিজেকে প্রেজেন্টেবল করতে গেলে অল্পবিস্তর হলেও মেক-আপ করাটা দরকার বটেই। জানি, বর্ষার দিনে, খুব বেশি মেক-আপ করাটা বেমানান লাগে আবার বৃষ্টির জলে মেক-আপ ধুয়ে-মুছে যাওয়ারও একটা দুশ্চিন্তা থাকে। অনেকেই মুশকিলে পড়ে যান অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে পোশাক-সাজগোজ কীভাবে বাছবেন? রইল Fashion tips for rainy season.
সমাধান জানার চেষ্টা করলাম শহরের একজন প্রতিষ্ঠিত মেক-আপ এক্সপার্ট-এর কাছে। তিনি জানালেন, ‘বর্ষার দিনে মেক-আপ কিট-এর সমস্ত সামগ্রী ওয়াটারপ্রুফ হওয়া বাঞ্ছনীয়। বৃষ্টিতে ভিজলে এমনিতেই শরীরের সঙ্গে ভিজে জামাকাপড় আটকে থাকে। তাই মেক-আপটা যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে মুছে যাওয়ার অথবা ধেবড়ে যাওয়ার ভয়টা থাকে না।’
Rainy day make up tips
লং লাস্টিং মেক-আপের মধ্যে ম্যাক্স-ফ্যাক্টর ফাউন্ডেশন, যার নাম ‘সেকেন্ড স্কিন’ সব থেকে কার্যকরী। এটা লাগালে অনুভব করাই যায় না যে, মেক-আপ করা হয়েছে কিনা। এমনকী আতশকাচের সাহায্যেও মেক-আপ করা হয়েছে, ধরা পড়ে না। এই ফাউন্ডেশন মুখে অথবা শরীরে অনেকক্ষণ পর্যন্ত থাকে। এটা লাগিয়ে লুজ পাউডারের হালকা একটা প্রলেপ লাগিয়ে নেওয়া প্রয়োজন যাতে মেক-আপ ভারী না-হয়। কমপ্যাক্ট লাগালে মেক-আপ ভারী হয়ে যায়। এরপর ভালো কোম্পানির ওয়াটারপ্রুফ আইমাসকারা (ম্যাক্স ফ্যাক্টর-এর মাস্টার পিস) লাগিয়ে নেওয়া যেতে পারে।
বর্ষার দিনে সবসময় ব্লটিং পেপার সঙ্গে রাখা উচিত। ‘মেরি কে’ কোম্পানির ব্লটিং পেপার, টিস্যু পেপারের মতো নরম এবং ছোটো হয়, যেটা মেক-আপের উপরে ঘাম, বৃষ্টির জল অথবা চ্যাটচেটে ভাব দূর করে। এছাড়াও বর্ষাতে ওয়াটার প্রুফ আইপেনসিল অথবা কাজল ব্যবহার করা চলতে পারে। ঠোঁটের ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করা বাঞ্ছনীয়। গোলাপি এবং বাদামি রঙের সফট ম্যাট লিপস্টিক এখন সকলের পছন্দের। এখন হচ্ছে ‘রক-স্টার মেক-আপ’-এর জমানা, তাই যে-কোনও গাঢ় রঙের আইশ্যাডো সকলেই কিনছেন পছন্দ করে।