জীবনে সাফল্য চান প্রত্যেকেই। আবার এই সাফল্যকামী লোকেরাই, সমস্যায় পড়লে ভয় পেয়ে পিছু হঠেন। কিন্তু নিজের উপর ভরসা থাকলে, জীবনে কোনও প্রতিকূলতাই চাপে ফেলতে পারবে না, সাফল্য আসবেই। অবশ্য এর জন্য সততা, নিষ্ঠা এবং কর্মকুশলতার প্রয়োজন আছে। জীবনের প্রতিটি কাজে কীভাবে সাফল্য আসবে, সেই বিষয়েই রইল কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।

-  আজকের কাজ এখনই করুন। কারণ, ‘কাল করব’ ভেবে ফেলে রাখলে সমস্যা তৈরি হতে পারে।

-  সময়ের মধ্যেই হাতের কাজ সম্পূর্ণ করলে নিশ্চিন্ত থাকা যায় এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়া যায়।

-  পরীক্ষা কিংবা প্রেজেন্টেশনঃ কাজ যাইহোক না কেন, প্রত্যেক কাজই নিষ্ঠা সহকারে করা উচিত।

-  সবাই আপনার কাজের প্রশংসা করবে এটা ভাববেন না। কারণ, প্রত্যেকেরই দৃষ্টিকোণ আলাদা। তাছাড়া অন্যের কাজের প্রশংসা করার মতো উচ্চ মানসিকতা সবার থাকে না। তাই কাজ করুন ফলের আশা না করে। দেখবেন সাফল্য পাবেন অনায়াসে।

-  সমস্যা এলে ভেঙে পড়বেন না, মোকাবিলা করুন। প্রয়োজনে শুভাকাঙক্ষীর পরামর্শ এবং সাহায্য নিন।

-  বিপদে রক্ষা করার জন্য অনেক বন্ধু থাকতে হবে এমন নয় কিন্তু দু-তিনজন এমন বন্ধু থাকা উচিত, যারা আন্তরিকভাবে আপনার সুখ-দুঃখে শামিল হবে।

-  সাফল্যলাভের জন্য কঠিন বাস্তববাদী হওয়ার প্রয়োজন নেই কিন্তু আবেগকেও আয়ত্তে রাখতে হবে।

-  সৎ এবং বিশ্বাসী মানুষ হিসাবে নিজের পরিচিতি গড়তে হবে। তাই কোনও কাজ না পারলে আগেই ‘না’ করুন কিন্তু কাজ কিংবা দায়িত্ব হাতে নিয়ে কারও বিশ্বাসভঙ্গ করবেন না।

-  সমস্ত কাজেই কঠিন পরিশ্রম করতে হবে। কারণ, অলস থাকলে কিংবা পরিশ্রম না করলে সৌভাগ্যও বিমুখ হতে পারে।

-  কাজ করার সময় সতর্ক থাকতে হবে, যাতে দোষ, ত্রুটি এড়ানো যায়।

-  সুশাসক হোন ক্ষতি নেই কিন্তু অযথা অন্যের ক্ষতি করবেন না কিংবা অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। কর্মক্ষেত্রে সদ্ব্যবহার বজায় রাখুন।

-  সবরকম ক্ষতিকারক নেশা থেকে নিজেকে দূরে রাখুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...