রাকাদের গেট টুগেদার পার্টিটা হবে বড়োদিনেই৷ সেখানে প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশজন প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়। এরা সকলেই কলেজ বন্ধু। পড়াশোনা শেষ করে যে-যার নিজের নিজের ফিল্ডে প্রতিষ্ঠিত।
ইয়ং জেনারেশন, হই-হুল্লোড়, নাচ-গান, খাওয়া-দাওয়া সবই মাত্রাছাড়া- সঙ্গে ফ্যাশনেবল পোশাকে সকলেই সুসজ্জিত, আকর্ষণীয়। এর প্রস্তুতি পর্ব চলে একবছর ধরে।
ফ্যাশন জিনিসটাই এমন যেটা কিনা মুহূর্তে যে-কারও মুড কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। এটাকে মুড এনহ্যান্সার বললেও ভুল হবে না। আসুন জেনে নেওয়া যাক কী ধরনের ফ্যাশনে নিজেকে সবার থেকে আলাদা করে হয়ে উঠতে পারবেন নজরকাড়া।
বেল স্লিভ ড্রেস
এই ধরনের Bell sleeve dress এখন ফ্যাশনে ইন কারণ এটি ফেমিনিন এবং সেক্সি দেখাতে সাহায্য করে। শর্টস অথবা জিন্স-এর সঙ্গে খুবই মানানসই। এগুলি বডি হাগিং হয় না সুতরাং ঢিলে থাকার ফলে কমফর্টেবল ফিলিংস দেয়।এই পোশাকের উপরে একটা স্নিভলেস Jacket পরে নিলেই আপনার লুক হয়ে যাবে আলাদা৷
বডি কোন ড্রেস
Body cone dresses -এ মেয়েদের যেমন সেক্সি ও আকর্ষনীয় দেখতে লাগে, তেমনি কিউটও মনে হয় একেক সময়। ইয়ং জেন সাধারণত পার্টি অ্যাটেন্ড করতে হলে বা রাত্রে ডেট-এ যেতে হলে এই ড্রেস বেছে নেন। এই ড্রেসের উপর কোমরে যদি শার্ট একটা বেঁধে নেন তাহলে রুপোলি পর্দার অভিনেত্রী মনে হবে আপনাকে দেখে। এর সাথে স্নিকার্স পড়লে সাজ সম্পূর্ণ হবে। গ্রাফিক বডিকোনের সঙ্গে উপরে টি-শার্ট পরে নিলে ফ্যাশন-কে সম্পূর্ণ অন্য মাত্রা দিতে আপনি সক্ষম হবেন। শুধু একটা কাজ করতে হবে, টি-শার্টের একটা দিকে একটা গিঁট বেঁধে নিতে হবে যাতে টি-শার্ট ঢিলে না লাগে দেখতে তাহলে বিশ্রী লাগবে। এর সঙ্গে সাদা স্নিকার্স মানাবে ভালো।
ওয়ান পিস শর্ট ড্রেস
এই ধরনের One piece short dress আপনার সাইজের থেকে সামান্য বড়ো৷ তাই কমফর্টেবলও বেশি। এই ড্রেসে আপনি নিজেকে যেমন আকর্ষণীয় করে তুলতে পারবেন তেমনি ফাঙ্কি লুকও এনে দেবে। এই ড্রেসের সঙ্গে সাদা স্নিকার্স দারুণ মানাবে।