বাঙালি বিয়েতে বেনারসির কদর বরাবরই। শাড়ির কারিগররা রোজই নতুন নতুন ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। কনের সাজেও সামান্য রদবদল ঘটিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। আজকাল আধুনিকারাও পছন্দ করছেন এক্সপেরিমেন্ট করতে সুতরাং বউভাত বা রিসেপশনের দিনের জন্য শাড়িতে না-সাজলেও তাদের খুব একটা আপশোশ হবে না।
বউভাতে বেনারসি ছেড়ে অনেকে দক্ষিণ ভারতীয় কাঞ্জিভরম শাড়িকে প্রাধান্য দেন। এখন আবার বিয়ের হালকা পোশাকে স্বস্তি অনুভব করতে নেটের উপর জরির কারুকাজের শাড়িও পরছেন অনেকে। শাড়িতে স্বস্তি যদি কেউ না পান তাদের জন্য রয়েছে বিয়ের জন্য উপযুক্ত বিকল্প পোশাক, হেভি কাজের লহঙ্গা। লহঙ্গা কে এখন অনেক কনেই বেছে নিচ্ছেন রিসেপশন পার্টির পোশাক হিসাবে। কিন্তু কেমন হবে সেদিনের সাজ ?
লহঙ্গার ফ্যাশন এখন খুবই ইন এবং বউভাত বা রিসেপশনের দিনের পোশাক হিসেবেও যথেষ্ট মানানসই। মার্কেটে রয়েছে বিভিন্ন ভ্যারাটির এবং বিভিন্ন শেপের লহঙ্গা। পছন্দ অনুযায়ী বেছে নেওয়াটা নির্ভর করবে কনের উপর। লহঙ্গা এবং তার সঙ্গে মানানসই মেক-আপে কনে হয়ে উঠতে পারেন সেদিনের ফ্যাশন ডিভা।
স্ট্রেট কাট লহঙ্গা
স্ট্রেট কাট-এর লহঙ্গা র্যাপ অ্যারাউন্ড স্কার্টের মতোই অনেকটা দেখতে। কোমর থেকে নিয়ে হেমলাইন পর্যন্ত একেবারে স্ট্রেট হয় এবং দুই সাইডে নীচের দিকে সামান্য স্লিট করা থাকে চলাফেরার সুবিধার জন্য। সবরকম বডি শেপ-এর জন্যই এই স্টাইল চলতে পারে।
এই স্টাইলের লহঙ্গার সঙ্গে ওয়ার্ল্ড অফ প্যারাডাইজ মেক-আপ ভালো ম্যাচ করবে। এই স্টাইল-টি স্মোকি আই বা ক্যাট আই মেক-আপের আপগ্রেডেড ভার্সান। সাধারণত এই মেক-আপের সময় অনেকগুলো রং একসঙ্গে ব্যবহার করা হয়ে থাকে। কেউ যদি এতটা রঙিন হয়ে উঠতে না চান তাহলে শুধু কালো রং ব্যবহার করেও অ্যাট্রাক্টিভ হয়ে উঠতে পারেন। আর যদি রঙের চয়ন করতে হয় তাহলে নিয়ন ও পিংকের বদলে পিকক কালার বাছুন।
মেক-আপের সময় কালারটাকে স্মাজ করে দিলে এফেক্ট-টা বেশি সুন্দর লাগবে। মেক-আপের আগে মুখ, গলা, কাঁধ এবং পিঠ নারিশিং ময়েশ্চারাইজার দিয়ে মাসাজ করুন। গাল এবং জ-লাইনের নীচের অংশ এবং কপালের উপরের অংশে কনট্যুরিং-এর জন্য গাঢ় রঙের শেড ব্যবহার করুন। চোখের নীচে কারেক্টর লাগান।