যদি আপনি ভেবে থাকেন, ত্বকই একমাত্র মাধ্যম ডিজাইনার ট্যাটু দেখাবার, তাহলে প্রথমেই আপনার দরকার বডি আর্ট সম্পর্কিত নতুন কী ট্রেন্ড বাজারে চলছে, সে সম্পর্কে একটু জেনে নেওয়া। ভারতে এখন নতুন ট্রেন্ড চলছে দাঁতে ট্যাটু করাবার। ঘাড়, নাক, কান, গোড়ালি, পেট এবং পিঠকে ট্যাটু অথবা নানা রঙের পাথর দিয়ে সাজিয়ে তোলার স্টাইল এখন কোনও নতুন উত্তেজনা সৃষ্টি করে না। এসবই এখন পুরোনো। আজকের যুবক-যুবতিরা দৌড়োচ্ছে দাঁতে ট্যাটু করাবার জন্যে যা স্টাইলের এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে। হাসিতে এক্সট্রা চমক অথবা নতুন স্টাইলের জন্য এই অভিনব পন্থা খুব একটা খারাপ আইডিয়া বলে মনে হয় না।

নিজের সাদা দাঁতের হাসি দেখে একঘেয়ে বোধ করছেন? বদলে ফেলুন নিজেকে। নিয়ে আসুন নতুন লুক। দাঁতে ট্যাটু করান। বেছে নিন নিজস্ব ডিজাইন, রং। কাছাকাছি ভালো কসমেটিক ডেন্টাল সার্জেনের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে করিয়ে ফেলুন ডেন্টাল ট্যাটু।

দাঁতের ট্যাটু বস্তুত কাসটম মেড ডিজাইন, যেটা একটা দাঁতের খোলসের উপর তৈরি করে সিল করে দেওয়া হয় এবং দাঁতের সঙ্গে সেট করে দেওয়া হয়। সাধারণত সামনের দাঁতেই এটা করানো হয় যাতে সহজেই চোখে পড়ে। কেউ চাইলে অবশ্য যে-কোনও দাঁতেই ট্যাটু করানো যেতে পারে। দাঁতের ট্যাটু করাবার জন্য অনেক ডিজাইনের মধ্যে থেকে নিজের পছন্দেরটা সহজেই বেছে নিতে পারবেন। ট্যাটু করানোই হয় একনজরে সকলকে চমকে দেওয়ার জন্য এবং নিজের পরিচিত, বন্ধুবান্ধবদের মধ্যে নিজেকে আলোচনার বিষয় করে তুলতে।

যন্ত্রণাদায়ক নয়

দাঁতের ট্যাটু করাতে ভয়ের কোনও কারণ নেই। এটাতে বিপদ হওয়ার কোনও সম্ভাবনা নেই। দাঁত ড্রিল করাবারও কোনও প্রয়োজন হয় না। আমাদের ন্যাচারাল দাঁতের উপরেই এটাকে ফিক্স করে দেওয়া হয়। খুব সহজ পদ্ধতিতেই দাঁতের ট্যাটু করানো হয়। সময়ও বেশি লাগে না, পছন্দ না-হলে সহজে তুলেও ফেলতে পারবেন ট্যাটু এবং সবথেকে বড়ো কথা এই পদ্ধতি সম্পূর্ণ যন্ত্রণাহীন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...