অগ্নিসাক্ষী করে বিয়ের পিঁড়িতে বসে বর-বধূর মাল্যদানের দৃশ্য এখন সাহিত্যের পাতায় কোণঠাসা হয়ে পড়েছে। এখন বিয়ের নিয়মকানুনেও ওয়েস্টার্ন শব্দ ‘থিম’-এর বাড়বাড়ন্ত বেশ নজর কাড়ছে। মরুভূমির মাঝে, আকাশে প্লেনের মধ্যে, প্রস্তরখচিত দুর্গে রহস্য রোমাঞ্চের স্বাদ নিতে নিতে, নদীতে ভাসমান ক্রুইজ ভাড়া করে নাচ-গান আমোদের মাঝে একটা কাগজে সই। ব্যস আইনত স্বামী-স্ত্রীর সম্পর্কের উপর কোর্টের শীলমোহর পড়ে যাওয়া– এটাই হল এখন আসল বিয়ে।
আগে বিয়ে মানে ছিল আত্মীয়স্বজনের ভিড়ে ভরা বিয়েবাড়ির মহল। এখন ব্যাবসা চালানোর মতোই বিয়ের সব দায়িত্ব ইভেন্ট ম্যানেজার, ডেকরেটর, ফ্যাশন ডিজাইনার, টেকনিক এক্সপার্ট, বিউটি এক্সপার্ট এবং ম্যারেজ অর্গানাইজারদের মধ্যে বন্টন করে দিয়ে বর-কনে উভয় পক্ষের ঝাড়া হাত-পা। সবই যেখানে হাইটেক সেখানে বর-কনের সাজে পরিবর্তন আসবে না এমনটা ভাবা উচিত নয়। আধুনিক ট্রেন্ড ফলো করে কনের মেক-আপেও এসেছে সংগত পরিবর্তন।
পিকচার পারফেকশন
অ্যালবামের পাতায় সাদা-কালো বিয়ের ছবির যুগ কবেই শেষ হয়ে গেছে। তারপরেও বর-কনের রঙিন ছবি অ্যালবামের শোভা বৃদ্ধি করেছে। আর এখন তো ডিজিটাল ম্যাটেড অ্যালবাম সঙ্গে হাই ডেফিনেশন ক্যামেরায় তোলা ডিজিটালাইজ বিয়ের ছবি। ছবিতে সূক্ষ্মাতিসূক্ষ্ম ডিটেলিংগুলোও চোখকে ফাঁকি দিতে পারে না। বিয়ের স্মৃতি যেখানে সকলের কাছেই আনন্দের, সেখানে আজকের যে কনে, সেও চায় নিজের বিয়ের শৃঙ্গার নিখুঁত ভাবে ধরা পড়ুক ক্যামেরার লেন্সে যা ভবিষ্যতে তাকে সুখস্মৃতিতে ভরিয়ে তুলবে।
মডার্ন চিন্তাধারা
হেভি, থিক মেক-আপ বেস, গ্লিটর দেওয়া চোখ, ডার্ক মেরুন লিপস্টিক, আউটডেটেড ব্রাইডাল টিপ এবং ভারী বেনারসি (লাল বা মেরুন রঙের) এইসব কিছুই এখন আউট অফ ফ্যাশন। বেশিরভাগই এই স্টাইল থেকে বেরিয়ে নতুন এবং ট্রেন্ডি ফ্যাশনের উপর ঝুঁকছেন।
নিউট্রাল ট্রান্সবেস মেক-আপ
বিয়ের দিন এখন সকলেই চান ফ্রেশ, গর্জিয়াস লুক এবং নিজের সেই সৌন্দর্যকে সকলের সামনে তুলে ধরতে। অথচ ওভার মেক-আপ এখন আউট ডেটেড। এইক্ষেত্রে নিউট্রাল ট্রান্সবেস মেক-আপ পছন্দের তালিকায় রাখা যেতে পারে। এই মেক-আপ এতটাই সোবার এবং লাইট হয় যে, ত্বকে মিশে গিয়ে ব্রাইড-কে ফ্রেশ রাখে এবং লুকস্ উগ্র করে তোলে না। এছাড়া মুখের ত্বকে কোনও প্রবলেম থাকলে সেটাও ঢাকতে সাহায্য করে। যারা কনে সাজাবার পেশায় আছেন তাদের নিউট্রাল ট্রান্সবেস মেক-আপ খুবই পছন্দ কারণ এটি কনের সৌন্দর্য নিখুঁত করার পাশাপাশি, কনের সাজটাকেও কমপ্লিট করে।