শুধু পোশাক নির্বাচনের ওপরেই নির্ভর করে না আপনার ফ্যাশন স্টেটমেন্ট। সঠিক পোশাককে এসথেটিকালি ক্যারি করার জন্য অপরিহার্য হল অ্যাক্সেসরিজ। সময়ের সঙ্গে শুধু নিজেকে আপডেটেড রেখে, কিনে ফেলুন এই ফ্যাশন অ্যাক্সেসরিজ। এগুলিই আপনার লুক এনহাপ্সার হিসেবে কাজ করবে। আর ঋতুর রঙের ছোঁয়া যদি সেই অ্যাক্সেসরিতে লাগে, তাহলে তো কথাই নেই। আপনার ব্যক্তিত্বকে সম্পূর্ণ করতে সঠিক অ্যাক্সেসরি নির্বাচন করুন।
ফ্লোরাল স্কার্ফঃ যে-কোনও ঋতুতেই, বসন্ত এনে ফেলতে পারে একটি ফ্লোরাল স্কার্ফ। আপনার ওয়ার্ডরোবে স্কার্ফ-এর কালেকশন বাড়ান। শুধু জিন্স-এর সঙ্গেই না –ভারতীয় সাজ কুর্তি-লেগিংস-এর সঙ্গে ফিউশন করতেও কাজে লাগছে স্কার্ফ। শর্ট ড্রেস, টপ, টি-শার্ট-এর সঙ্গেও ক্যারি করা যায় স্কার্ফ।
অ্যাভিয়েটর সানগ্লাসঃ কড়া রোদে চোখের সুরক্ষা তো আছেই, এছাড়া ফ্যাশন আইকন হতেও একটি অ্যাভিয়েটর সানগ্লাস আপনাকে দারুণ সাহায্য করবে। এই মুহূর্তে রাউন্ড, স্কোয়ার বা বক্স শেপের বদলে, মেটাল ফ্রেমের অ্যাভিয়েটর সানগ্লাস-ই ভীষণ ভাবে ইন। এটা চোখে থাকলে আপনাকে আর হেভি আই মেক-আপ করতে হবে না।
ক্লাসিক ওয়াচঃ বোল্ড অ্যান্ড স্মার্ট লুক-এর জন্য আপনার কবজিতে একটা স্টাইলিশ ঘড়ি কিন্তু মাস্ট। বড়ো ডায়ালের একটি ক্লাসিক ঘড়ি তাই আপনার সংগ্রহে রাখা আবশ্যক। যে-কোনও পোশাকের সঙ্গে মানানসই গোল্ডেন ব্যান্ডের এই ঘড়ি, আপনার ব্যক্তিত্বে একটা ভিন্ন মাত্রা আনবে।
সুপার সাইজড্ ব্যাগঃ কমপ্লিট স্টাইলিশ লুক-এর জন্য একটা সুপারসাইজড্ ব্যাগ কিনে রাখুন। এর মধ্যে প্রয়োজনীয় জিনিস ভরার কাজটাও যেমন সহজ হবে, একই সঙ্গে এটা আপনাকে সুপার স্টাইলিশ লুক দেবে। আকর্ষণের কেন্দ্রে থাকতে হলে নিয়ন শেড্স-এর হাত ব্যাগ কিনুন।
পপ কালার্স নেকপিসঃ গোল্ড, ডায়মন্ড প্রভৃতি দামি গয়নার থেকে মুখ ফিরিয়ে এথনিক জাংক জুয়েলারি যদি আপনার পছন্দের তালিকায় স্থান পেয়ে থাকে, তাহলে আধুনিক ট্রেন্ড মেনে কিনে ফেলুন গ্রিন, পিংক, অরেঞ্জ প্রভৃতি উজ্জ্বল রঙের স্টোন বসানো নেকপিস। যে-কোনও ব্লক কালারের পোশাকের সঙ্গে একটা কন্ট্রাস্ট আনতে এই জুয়েলারির জুড়ি নেই।