ভারতীয় নারীর পোশাক বলতে প্রথমেই মনে হয় শাড়ির কথা। অনেকেই বিশ্বাস করেন শাড়িই নারীকে আরও মোহময়ী করে তোলে। ভারতীয় শাড়ির ঐতিহ্য তো আজ নতুন নয়, ইতিহাস হয়ে গেছে। সেই কোন যুগ থেকে গোটা বিশ্বের দরবারে ভারতের পরিচয় বাহক হয়েছে ভারতীয় শাড়ি। বিশ্ব বাণিজ্যে ভারতকে শ্রেষ্ঠ আসন এনে দিয়েছিল ভারতীয় সিল্ক শাড়ি। যে পথে সুদূর অতীতে এই বাণিজ্য চলত, তার নামই হয়ে গিয়েছিল সিল্করুট। সেই ধারা আজও বহমান।

তবে শুধু সিল্কই নয়, ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন শাড়ি, যেমন বেনারসের বেনারসি, তামিলনাড়ুর কাঞ্জিভরম, গুজরাটের পৈঠানি, লখনউয়ের চিকন, চেন্নাইয়ের মাদ্রাজি সিল্ক, জয়পুরের জয়পুরি বা বাঁধনি ও বাংলার তাঁত আজও ভারতের গৌরব। এমনকী শাড়ি পরার ধরনও বিশিষ্টতা প্রদান করে। এই সমস্ত শাড়ির মধ্যে বাংলার তাঁত, বিশেষভাবে জনপ্রিয়। পুরোপুরি সুতির এই তাঁতের শাড়ি যে-কোনও উৎসবে বাঙালির Fashion ও অঙ্গশোভায় একেবারে প্রথম পছন্দ হয়ে আছে। তাঁতের শাড়ির বিশেষত্ব হল, একটি একটি সুতো কারিগর নিজের হাতে বুনে, ভাবনার রং ও ডিজাইনে সাজিয়ে তোলেন। আর সব মিলিয়ে বাংলার তাঁত হয়ে ওঠে একটা শিল্প। এই শিল্প আজ আর বাংলার রমণীদের অঙ্গেই শোভাবর্ধন করে না, ভারতের অন্যান্য প্রদেশ, এমনকী বিদেশেও খুব জনপ্রিয়।

বৈশিষ্ট্য

পশ্চিমবাংলার শান্তিপুর, ফুলিয়া, কৃষ্ণনগর ও ধনেখালি প্রভৃতি জায়গার তাঁতের শাড়িগুলি নিজের নিজের বৈশিষ্ট্য নিয়ে জগৎবিখ্যাত। তাঁতের শাড়ি মূলত সুতির। তবে এখন শাড়িতে ভ্যারাইটি আনতে সুতির সঙ্গে সিল্কের মিশ্রণ করে থাকেন তাঁতিরা। তবে সুতো যে প্রকারেরই হোক, শাড়ি বোনা হয় কিন্তু হাতে। সাধারণত ২৫০ টাকা থেকে শুরু হয়ে শাড়ির অভিনবত্ব অনুযায়ী দাম বাড়তে থাকে। এমন কোনও বঙ্গললনা নেই, যার শাড়ির কালেকশনে তাঁতের ভ্যারাইটি নেই। তাঁতের শাড়ির জন্য বিখ্যাত জায়গাগুলির প্রত্যেকটির তৈরি শাড়ির বৈশিষ্ট্যও আলাদা আলাদা।

ধনেখালির তাঁত

হুগলি জেলার ধনেখালিতে তৈরি তাঁতের শাড়ি বিশ্ব-দরবারে ধনেখালি তাঁত নামে প্রসিদ্ধ। এই শাড়িগুলি সম্পূর্ণ সুতির, একটি একটি সুতো সাজিয়ে শিল্পী তার মনের মতো রং আর ডিজাইনে বুনে থাকেন। এর সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হল, ধনেখালির প্রতিটি শাড়ির আঁচলে বিনুনির মতো করে সূতো বোনা থাকে। ধনেখালি তাঁত অত্যন্ত জনপ্রিয় শাড়ি। এর রংও দীর্ঘস্থায়ী হয়। দাম মোটামুটি ২৫০ টাকা থেকে শুরু।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...