গ্রীষ্মে ফ্যাশন করা যায় না এটা যারা ভাবছেন, তারা নিতান্তই ভুল ধারণা পোষন করছেন৷ এই ঋতুতে ফ্যাশন করতে হয় কিছুটা বিচক্ষণতার সঙ্গে৷

গরমে এমন ফ্র্যাব্রিক বাছা উচিত যা শরীরকে আরাম দেবে। ভারী ফ্যাব্রিক পরলে গরম বেশি লাগবে। তাই তা এড়িয়ে যাওয়াই মঙ্গল। তাই সুতি, লিনেন, শিফন, অরগ্যাঞ্জা, শিয়ার ও খাদি এই ফ্র্যাব্রিকের পোশার পরলে এই সময় আরাম পাবেন৷

তাই গরমে অনেকেই লাইট ওয়েট মেটিরিয়াল বাছছেন, আর এই তালিকায় থাকছে  ক্রেপ৷ ক্রেপের সুবিধা হল—এর কাটছাঁট নিয়ে মনমতো পরীক্ষা-নিরীক্ষা করা যায়। আর ক্রেপ মেটিরিয়ালের টপ পরাও যায় অনেক পোশাকের সঙ্গে। ক্রেপ দিয়ে তৈরি ফ্লোরাল ডিজাইনের স্টাইলিশ ড্রেস বাড়তি একটা আভিজাত্য ফুটিয়ে তোলে।

এছাড়া গ্রীষ্ম ফ্যাশনে রয়েছে আরও নানা ধরনের টপ৷  জর্জেট কাপড়ের টপ কটন প্যন্টস-এর সঙ্গে ভালো লাগবে। সুতির শর্ট বেলুন টপ, প্যান্ট ও স্কার্টের সঙ্গে খুব মানানসই।

শর্ট ড্রেস বা মিডি ড্রেসের ইদানীং বেশ চাহিদা৷  ফ্যাশনে এমনভাবে জড়িয়ে গেছে মিডি ড্রেস বা ফ্রক, যে ক্যাজুয়াল, ফরমাল কিংবা পার্টি ওয়্যার হিসেবেও জুতসই।

এই গরমের সময় একটু ঢিলেঢালা পোশাক পরাই শ্রেয়। এই সময় টাইট পোশাক পরলে আপনারই অস্বস্তি বাড়বে। চাপা পোশাক পরলে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় না। ত্বকে ব়্যাশও বেরোতে পারে৷

ইদানীং ক্রপ টপ বেশ ইন৷ নামেই বোঝা যায়, টপের লেন্থ খানিকটা ছোটো, বডিফিটেড।  ক্রপ টপের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এগুলি  ট্রাউজার ওয়েস্টের খানিকটা ওপরে পরা হয়। পেট দৃশ্যমান থাকে৷ মিডিয়াম ক্রপ টপও রয়েছে, যেগুলো হাইওয়েস্টের থেকেও একটু লং। স্কার্ট ও ফিটেড ট্রাউজারের সঙ্গে বেশ মানায়।

ক্রপ টপ-এর সঙ্গে  লেয়ার যোগ করা যেতে পারে। শ্রাগ কিংবা কটি টাইপ ড্রেসের সঙ্গেও পরতে পারেন। হারেম প্যান্ট, যোধপুরি সালোয়ার ধরনের বটমের সঙ্গে মানিয়ে যায় ক্রপ টপ। ইদানীং ব্লাউজের বিকল্প হিসেবে শাড়ির সঙ্গে অনেকে ক্রপ টপ পরছেন। সে ক্ষেত্রে কাটের কিছুটা ভিন্নতা থাকে। স্কার্টের সঙ্গেও এটি বেশ ভালো মানায় ক্রপ টপ৷  তাই শর্ট অথবা লং যে-কোনও স্কার্টের সঙ্গেই পরা যাবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...