এখন ফ্যাশনের যুগ। পোশাকই হোক বা অ্যাকসেসরি অথবা Matching Footwear সকলেই নিজেকে আপডেট রাখার সঙ্গে সঙ্গে স্টাইলিশ দেখাতেই পছন্দ করেন। ফ্যাশনের এই ইঁদুর দৌড়ে কেউই কোনও স্টাইল দীর্ঘমেয়াদি করতে রাজি নন, বিশেষ করে ফুটওয়্যার-এর ব্যাপারে। কারণ Choosing the right shoes শুধু আমাদের পোশাকের সঙ্গে ম্যাচ করে পারফেক্ট পার্সোনালিটি প্রদান করে তা নয়, একইসঙ্গে যদি এটি হালকা এবং আরামদায়ক হয় তাহলে আউটিং-এ গিয়ে বলুন বা পার্টি এনজয় করার কথাই বলুন এটা পরে আলাদাই কমফর্ট ফিল করতে পারবেন। কিন্তু দেখা যায় সাধারণত লোকে কনফিউজড হয়ে যায় ট্র্যাডিশনাল আউটফিটস-এর সঙ্গে কী ধরনের ফুটওয়্যার পরা সঠিক হবে। এখন ভারতে কয়েকটি ফুটওয়্যার ব্র্যান্ডস রয়েছে যারা ট্র্যাডিশনাল ফুটওয়্যার তৈরি করে। এই ধরনের জুতোয় স্টাইল, লুকস এবং কমফর্টের পারফেক্ট কম্বিনেশন রয়েছে। সঙ্গে পকেট ফ্রেন্ডলিও বটে। আসুন Footwear Fashion সম্পর্কে জেনে নেওয়া যাক৷
মহিলাদের ক্লাসিক স্লিপার্স ও স্যান্ডলস
আপনি যদি ঘাঘরা চোলি, ট্র্যাডিশনাল শাড়ি বা এথনিক ড্রেস পরতে পছন্দ করেন, তাহলে ওগুলোর সঙ্গে স্ট্র্যাপ-যুক্ত ক্লাসিক স্লিপার্স বা স্যান্ডলস ক্যারি করুন। এতে আপনি যথেষ্ট ফ্যাশনেবল হয়ে উঠবেন। এই ফুটওয়্যার এথনিক স্টাইলের হওয়ায় যে-কোনও ইন্ডিয়ান আউটফিটের সঙ্গে পরে নিজেকে যেমন পারফেক্ট লুক দিতে পারবেন, তেমনি পায়ের স্টাইল এবং কমফর্টও বজায় রাখতে পারবেন।আজকাল জুতোর প্যাটার্ন এবং স্টাইলের এত সুন্দর মেলবন্ধন ঘটে যা আকষর্ণীয় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত পোশাকের সঙ্গেও সুট করবে।
বন্ধুর সঙ্গে দেখা করতেই হোক, বিয়ের অনুষ্ঠানই হোক বা ক্যাজুয়াল পার্টি-ই হোক সব অকেশনেই আপনাকে স্টাইলিশ দেখাবে ব্যালেরিনা জুতো। উজ্জ্বল রঙের শেডস-এ পাওয়া যায় এই ধরনের জুতো৷ এই জুতোগুলোর ফাইন কোয়ালিটি, ফিনিশিং এবং রং সব ধরনের পার্সোনালিটির সঙ্গে সুট করবে। এটা পরে আপনি সারাদিন রাস্তায় চলাফেরা করুন বা মিটিং অ্যাটেন্ড করুন, এটি সর্বত্রই আপনাকে আরাম প্রদান করবে।ব্যালেরিনা শুজ আপনার ফ্যাশন এবং স্টাইল দুটোরই খেয়াল রাখবে।