প্রয়োজন পূরণের তাগিদে কিংবা আরামপ্রিয় জীবনযাপনের জন্য গাড়ি কেনেন বেশিরভাগ মানুষ। কেউ হয়তো খুব সহজেই কিনে নিতে পারেন এক বা একাধিক গাড়ি, কেউ আবার খুব কষ্ট করে টাকা জমিয়ে অথবা লোন নিয়ে কেনেন স্বপ্নের গাড়ি। তাই, নিজের সন্তানের মতো গাড়ির যত্ন নেওয়া উচিত। কারণ শুধু আর্থিক বিষয়টিই নয়, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জীবনরক্ষার জন্যও গাড়ির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কেননা,বাড়িতে গাড়ি থাকলে পরিবারের প্রত্যেক সদস্যই তাতে সফর করেন। অতএব, কোন পার্টস কিনবেন, কেমন টায়ার ব্যবহার করবেন, কীভাবে সামগ্রিক যত্ন নেবেন, এসব বিষয় তাই খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে।
প্রথমেই গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য একটা ডায়ারি মেনটেইন করুন। কারণ ওই ডায়ারিতে উল্লেখিত তথ্য ফলো করলেই আপনি জানতে পেরে যাবেন কখন সবকিছু পরিদর্শন করতে হবে এবং পরিবর্তন করতে হবে। একটি গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য কৌশল, ধৈর্য, অধ্যবসায়, ধারাবাহিকতা এবং ট্রেডের কিছু কৌশল লাগে। আপনি যদি কখনও বুঝতে পারেন যে, আপনার গাড়িটি মসৃণ পথে চলার সময়ও অস্বাভাবিক মনে হচ্ছে কিংবা কেমন শব্দ করছে, তাহলে অবহেলা না করে তথনই সতর্ক হওয়া উচিত। তাই, একটি লগ বজায় রাখুন প্রথম থেকেই।
আপনি যদি আপনার গাড়ির ম্যানুয়ালটির পিছনের অংশটি দেখেন, তাহলে দেখবেন একগুচ্ছ ফাঁকা পৃষ্ঠা থাকে। আসলে ওই ফাঁকা পৃষ্ঠাগুলি থাকার একটি ভালো দিক আছে। সেগুলি আপনার পরিষেবার ইতিহাস লেখার জন্য রয়েছে। তবে ম্যানুয়ালই একমাত্র জায়গা নয়, যেখানে আপনি সবকিছু লিখে রাখতে পারবেন। তাই আলাদা ভাবে একটি ডায়ারি-তে সবকিছু নথিভুক্ত করে রাখুন। যেমন--আপনার গাড়ির টায়ার-এর বয়স, ফ্লুইড ফ্লাশ, ব্রেক জব এবং আপনার গাড়ির অন্যান্য রক্ষণাবেক্ষণের রেকর্ড রাখুন। আপনি কখনই ভুলে যাবেন না যে, ওই কার ডায়ারি নিয়মিত খুলে দেখতে হবে। আর যদি এই বিষয়টি মেনে চলেন তাহলে আপনার গাড়ি এবং আপনার পরিবারের সদস্যরা যারা ওই গাড়িতে সফর করবেন, তারা সকলেই নিরাপদে থাকবেন।