আমরা আজকাল অনেকেই চিন্তিত হয়ে পড়ি বাচ্চাদের একাকিত্বের বিষয়ে৷ কিন্তু সেই সমস্যাও কিছুটা সমাধান করতে পারে আমাদের ডাইনিং স্পেস৷ শুনে অবাক হচ্ছেন? গবেষণা বলছে, পারিবারিক বন্ধন দৃঢ় করে একসঙ্গে বসে খাওয়াদাওয়া করার অভ্যাস৷ আর এর জন্য আপনার ডাইনিং টেবিলের ভূমিকা অপরিসীম৷

দিনে ২-৩ বার এক সঙ্গে বসে খাবার খাওয়ার মধ্য দিয়ে গড়ে উঠত পারিবারিক সুসম্পর্ক।অনেকেই ব্যস্ততার অজুহাত দিতে পারেন৷ অনেকে ফোনে মুখ গুঁজে খাবার থালা নিয়ে নিজের বেডরুমে চলে যান, কেউ টিভির পর্দায় চোখ আটকে রেখে খাবার খান। এর ফলে অতীতের খাবার টেবিলের সেই খোশগল্প এখন লোপ পেয়েছে। স্বাভাবিক ভাবেই শীথিল হচ্ছে পারস্পরিক সম্পর্কও। কিন্তু একটু সময় বের করে নিজের পরিবারের সঙ্গে বসে খাওয়াদাওয়া করে দেখুন—এই সময়টা কিন্তু দুর্দান্ত স্ট্রেস রিলিভিং হতে পারে৷

মনোবিদদের মতে  প্রতিদিন কিছুক্ষণের জন্য নিজেকে স্ক্রিন থেকে দূরে সরিয়ে রেখে এবং আহারের সময় পরস্পরের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে পরিবারের প্রতিটি সদস্য, বিশেষত বাচ্চাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ সম্ভব।

এছাড়াও এর অনেক গুলি ভালো দিক আছে৷ একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, পরিবারের প্রতিটি সদস্য বিশেষত কিশোর-কিশোরীরা এক সঙ্গে বসে খাবার খেলে তাদের সামগ্রিক ডায়েট ভালো হয়। যে সমস্ত কিশোর-কিশোরীরা পরিবারের সঙ্গে বসে খাবার খায়, তাঁরা ফাস্ট ফুড ও শর্করা-যুক্ত খাবারের পরিবর্তে অধিক পরিমাণে ফল এবং সবজি খেয়ে থাকে।

happy family secrets
big family drinking tea in dining room

সম্প্রতি উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷ জার্নাল অফ পিডিয়াট্রিকসে প্রকাশিত একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে যে, পরিবারের সঙ্গে বসে আহার করা এবং স্থূলতা কম করার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ১০ বছর পর এর সুফল লাভ করা যাবে। এই সমীক্ষায় বলা হয়েছে যে, প্রতিটি পরিবারের প্রতি সপ্তাহে এক বা দুবার অন্তত এক সঙ্গে বসে খাবার খাওয়া উচিত। এর ফলে পরবর্তী জীবনে তাদের সন্তানরা ওজন বৃদ্ধির সমস্যা থেকে দূরে থাকতে পারবে।কারণ এতে নিয়ন্ত্রতিত পরিমাণে খাবার খাওয়া হয়৷ বাড়ির খাবার জাধ্ক ভুডের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর৷ পরিবারের গৃহিণী পরিবেশনের সময় মনিটর করতে পারেন কে কতটা খাচ্ছে৷ পুষ্টির দিকটি এতে তার নজরে থাকে৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...