সুগন্ধি সবারই ভালো লাগে। যে ব্যবহার করে তার যেমন ভালো লাগে, ঠিক তেমনই ভালো লাগে ব্যবহারকারীর আশপাশের লোকজনেরও। কিন্তু দুঃখের বিষয় হল, সুগন্ধির সঠিক ব্যবহার জানেন না অনেকেই। কারণ বেশিরভাগ লোকই পারফিউম শপে গিয়ে যাইহোক একটা পারফিউম কিনে নিয়ে এসে ব্যবহার করেন। কিন্তু অনেকেই জানেন না যে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পারফিউমও বদলাতে হয়। যেমন, শীতকালে যে-পারফিউম আপনি ব্যবহার করেন, তা গ্রীষ্মে বা বর্ষায় ব্যবহার করা উচিত নয়। শুধু তাই নয়, দেশের সামগ্রিক জলবায়ু অনুযায়ীও তৈরি হয় পারফিউম। তাই এক দেশে বসবাস করে, অন্য দেশের যে-কোনও পারফিউম কিনে এনে ব্যবহার করা উচিত নয়। অতএব কোন পারফিউম কখন, কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে দেওয়া হল কিছু ভাইটাল টিপ্স।

- মহিলাদের পারফিউম হবে হালকা গন্ধযুক্ত, ফ্লোরাল কিংবা অ্যাকোয়া সুবাসের।

- যদি কোনও বিয়ের অনুষ্ঠানে কিংবা উৎসবে যোগ দিতে যান,  তাহলে ইউডি অথবা ওরিয়েন্টাল সেন্ট ব্যবহার করতে পারেন। ইউডি সেন্টের অবশ্য দুটো ভাগ আছে। একটা ইউডি কোলোন এবং অন্যটা ইউডি টয়লেট পারফিউম। ইউডি কোলোনে রয়েছে ৪ শতাংশ এবং ইউডি টয়লেট পারফিউমে আছে ৮  শতাংশ এসেনশিয়াল অয়েল। দুটোই খুব ভালো এবং এগুলির প্রভাব থাকে চ্ থেকে চারঘণ্টা পর্যন্ত। স্প্রে এবং বোতল দুটোই পাওয়া যায় বাজারে।

- পারফিউম ব্যবহারের সঠিক জায়গা হল, শার্টের কলারের নীচে অথবা কানের পিছনের অংশে।

-যদি দীর্ঘক্ষণ সুগন্ধ বজায় রাখতে চান, তাহলে ব্যবহার করতে হবে ক্লাসিক পারফিউম।

- পুরুষেরা সাধারণত স্ট্রং পারফিউম ব্যবহার করতে চান। ম্যাস্কুলিন টোব্যাকো এবং মাস্ক ব্যবহার করতে পারেন এক্ষেত্রে।

-পুরুষ কিংবা মহিলা যেই হোন, গ্রীষ্মকালে হালকা গন্ধযুক্ত পারফিউম ব্যবহার করা উচিত। তবে শীতকালে পুরুষেরা চাইলে স্ট্রং পারফিউম ব্যবহার করতে পারেন।

- পারফিউম জলে দিয়ে স্নান করলেও সুফল পাওয়া যায়।

- পারফিউমের বোতলের ঢাকনা দীর্ঘক্ষণ খুলে রাখবেন না। কারণ হাওয়ায় পারফিউম উবে যেতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...