সুপরিকল্পনার মাধ্যমে সন্তানের লালনপালন এবং তার ভবিষ্যৎ কেরিয়ার গঠন করার স্বপ্ন এবং ইচ্ছে প্রতিটা পরিবারেই অভিভাবকদের মধ্যে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মা-বাবার মধ্যে সুষ্ঠ সুপরিকল্পনার অভাব লক্ষ্য করা যায়। সন্তানের কেরিয়ার গঠনের ক্ষেত্রে অভিভাবকের আকাশছোঁয়া আকাঙ্ক্ষা থাকলেও, সময়মতো সেগুলি রূপায়িত হয়। অধিকাংশ মা-বাবাই, সন্তান মাতৃগর্ভে থাকাকালীনই, ভবিষ্যতে সে কী হবে বা কেরিয়ার হিসেবে কী গ্রহণ করবে তার স্বপ্ন দেখা আরম্ভ করে দেন। কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মা-বাবার ব্যক্তিগত ইচ্ছেটাকে সন্তানের ঘাড়ে চাপিয়ে দেওয়ারই নামান্তর। সেক্ষেত্রে এটি মোটেই সুপরিকল্পনা বলা চলে না।

কৈশোরে একটি ছেলে বা মেয়ের পক্ষে অনেক সময়, কোন Career সে বাছতে চায় সেটা নির্ণয় করা সহজ হয় না। এই দায়িত্বভার গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বেশিরভাগ অভিভাবকেরাই। সুতরাং সন্তানের কেরিয়ার নির্ধারণে কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করে তবেই, মা-বাবার সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।

সন্তানের মেধা এবং সামর্থ্যকে গুরুত্ব দিন

সন্তানের সামর্থ্য বা পারদর্শিতা বিচার না করেই অভিভাবকেরা নিজস্ব ইচ্ছা ও আকাঙ্ক্ষা সন্তানের উপর চাপিয়ে দিতে চান। কৈশোরে সন্তান সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হলে মা-বাবার দায়িত্ব সন্তানের মেধা, সামর্থ্য বিচার করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।

সন্তানের ইচ্ছা-অনিচ্ছার মূল্যায়ণ করুন

অভিভাবকের নির্ধারিত কেরিয়ারের রাস্তায় সন্তান পা ফেলতে কতটা ইচ্ছুক সেটার বিচার করা খুবই প্রয়োজন। সন্তান আর্টস, সাযে্ন্স নাকি খেলাধূলায় কেরিয়ার গড়তে চায় এই ইচ্ছা সম্পূর্ণ তার নিজের। জোর করে সন্তানের উপর কেরিয়ারের গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়া কখনওই কাম্য নয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি প্রথাগত বিষয়গুলি নিয়ে পড়াশোনা না করলে ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, আজকের যুগে এমন চিন্তা অবান্তর।

নিজের ব্যক্তিগত আবেগ বা ঈর্ষাকে দমাবার চেষ্টা করুন

ব্যক্তিগত আবেগ কিংবা ঈর্ষা সন্তানের Career নষ্ট করে দিতে পারে। সব অভিভাবকই চান সন্তানকে জীবনে সুপ্রতিষ্ঠিত দেখতে। যার ফলে গতে বাঁধা সম্মানজনক পেশা বলতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল ইত্যাদি পেশাকেই তারা স্বীকৃতি দেন এবং সন্তানের উপরেও চাপ সৃষ্টি করেন সেই পেশা গ্রহণ করার পথে এগোতে। কিন্তু বড়োদের এই উচ্চাকাঙ্ক্ষা সন্তানের ভবিষ্যৎ Career গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র উপকরণ হতে পারে না। অন্যের সন্তানের প্রতি ঈর্ষার বশবর্তী হয়ে অনেক মা-বাবা সন্তানের কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে চান। যেমন নিকট আত্মীয় বা প্রতিবেশির ছেলে বা মেয়ে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাই নিজের সন্তানের উপরেও চাপ সৃষ্টি করেন ওই একই বিষয় নিয়ে পড়ার জন্য। এতে ভবিষ্যৎ ফলাফল কখনওই ভালো হয় না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...