আপনার এবং আপনার পরিবারের রুচির প্রতিফলন লক্ষ্য করা যায় আপনার ঘর সাজানোর গুণটির মধ্য দিয়ে। তাই, ঘর ছোটো হোক কিংবা বড়ো, শারদোৎসবের আগে, ঘরের আভ্যন্তরীণ ডেকর-এ আনুন চমক। আর জেনে নিন, কীভাবে সহজ করে তুলবেন এই ঘর সাজানোর প্রয়াসকে। কারণ, বাসস্থান যদি ছোটো হয়, সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় স্পেস ম্যানেজমেন্ট-এর বিষয়টি। একবার যদি এই চ্যালেঞ্জ সামলে উঠতে পারেন, তাহলে ঘর সাজানোর বাকি প্রয়াসটা অনেক সহজ হয়ে যায়। এখন বাজারে মাল্টিপারপাস ইউজেবল অনেক ফার্ণিচার পাওয়া যায়। শুধু তাই নয়, শারদোৎসবের আগে অনেক সংস্থা কেনাকাটায় কিছু সুযোগসুবিধাও দেয়। ফার্ণিচার ব্র্যান্ডস-এর মধ্যে আছে গোদরেজ ইন্টেরিও, দামরো, ডিউরিয়ান, জুয়ারি, উইপ্রো, নীলকমল, স্ট্যনলে, বি-অ্যান্ড-বি ইতালিয়া প্রভৃতি। তবে ব্র্যান্ড যাই হোক,  ড্রয়িংরুমের ফার্ণিচার কেনার সময় আপনার রুচির যথাসম্ভব প্রয়োগ করুন। ছিমছাম কিন্তু দৃষ্টিনন্দন আসবাবে ঘর সাজান। অতিরিক্ত আসবাব দিয়ে ঘরটি বোঝাই করে ফেলবেন না।

প্রথমে জানাই, ফার্ণিচারের পাশাপাশি ডাইনিং টেবিল সাজানো খুবই জরুরি, কারণ এর উপর নানারকম সাজানোর জিনিস সুন্দর ভাবে রাখা যায়। তাই, এর উপর চায়না সিল্কের টেবিল ক্লথ বিছিয়ে দিন। টেবিলের পাশে যদি বাহারি গাছ রাখেন, জায়গাটা অবসরযাপনের পক্ষে আরামদায়ক অনুভূতি এনে দেবে। টেবিলে রাখতে পারেন ড্রাই ফ্লাওয়ার্স সাজানো ফুলদানি। যদি টাটকা ফুল পছন্দ করেন, তাহলে পোর্সিলিনের নৌকাকৃতি পাত্রে গোলাপ বা চাঁপা ফুল ভাসিয়ে রাখুন। ন্যাপকিন হোল্ডারের রঙের সঙ্গে মানাবে এমন রঙের ন্যাপকিন রাখুন।

কম খরচে ঘর সাজান

  •  আপনার ঘরটিকে ন্যাচারাল লুক দিতে হলে ফুল আর মোমবাতি দিয়ে সাজানোর কথা ভাবতে পারেন। এতে রাতে ডিনারের পরিবেশ জমে উঠবে।
  • যদি নকল ফুল দিয়ে ঘর সাজিয়ে থাকেন, নিয়মিত ভাবে তা ডাস্টিং করতে ভুলবেন না, কারণ নকল ফুলে ধুলো জমলে তা বিসদৃশ দেখতে লাগে।
  • আপনার ঘরটি মোমবাতি দিয়ে সাজানোর সময় সেন্টেড ক্যান্ডল্স ব্যবহার করতে পারেন।
  • ফুলদানির সংখ্যা বিজোড় রাখুন। ফুলদানিতে সাজানো ফুলের সংখ্যাটাও বিজোড় হওয়া উচিত।

ফুলদানির বিশেষ গুরুত্ব

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...