সারা বছর-ই কিছু-না কিছু উৎসব-অনুষ্ঠান চলতেই থাকে। তবে শারদোৎসব থেকে বড়ো উৎসবের সূচনা বলেই আমরা ধরে নিতে পারি। এই সময় থেকেই আমরা সবচেয়ে বেশি আনন্দে মেতে থাকি। বাড়িতে আত্মীয়-স্বজনদের আগমনও ঘটে এই সময় থেকেই। কিন্তু ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার বিষয়টি এসে পড়ে ঠিক দীপাবলির সময়ই।

মনে রাখবেন, দীপাবলিতে উপহার দেওয়া মানেই আনন্দ এবং সুখের আলো ছড়িয়ে দেওয়া। কিংবা বলা যায়, পরিবার ও বন্ধুদের মধ্যে ভালোবাসা ভাগ করে নেওয়া। তাই দীপাবলি-র উৎসবকে উপহার প্রদানের প্রতীক বলে মনে করা হয়। আর সেই আলোর উৎসব এখন দরজায় প্রায় কড়া নাড়াচ্ছে। তাই এখন থেকেই পরিকল্পনা করে রাখুন কী উপহার দেবেন ভালোবাসা-র মানুষজনকে। সাধারণ কিছু উপহার দেবেন, নাকি দেবেন সোনা-হিরের অলংকার? পকেটের ওজন বুঝে কী উপহার দিলে আপনার ভালোবাসা-র মানুষকে খুশি করতে পারবেন, এই বিষয়ে রইল উপযুক্ত পরামর্শ।

উপহার দেওয়ার আগে যে বিষয়টি মনে রাখতে হবে, তা হল—যাকে উপহার দিচ্ছেন, তাকে খুশি করা। তাই আগে থেকেই জেনেবুঝে নিতে হবে, যাকে উপহার দেবেন তার রুচি এবং পছন্দের বিষয়টি। আর তা যদি না পারেন, তাহলে আপনার পছন্দের এমন কিছু উপহার দিন, যা প্রাপক মনে রাখবেন দীর্ঘদিন।

দিতে পারেন ড্রাই-ফ্রুট অথবা শুকনো মিষ্টি ভর্তি ডেকোরেটেড ঝুড়ি। এছাড়া, ইলেকট্রনিক্স গ্যাজেট যেমন স্মার্টওয়াচ, ফিটনেস ট্র্যাকার, পোর্টেবল ব্লুটুথ স্পিকার, হেডফোন, ফোন অ্যাডাপ্টার, পাওয়ার ব্যাংক ইত্যাদি উপহার সামগ্রী। দিতে পারেন ফ্যান সহ ল্যাপটপ টেবিল।

প্রিয় মানুষটির ছবি সহ ফটো ফ্রেম এবং কফি মগ হতে পারে দুর্দান্ত দীপাবলি উপহার।ছোটো ব্যাগ, স্টেইনলেস স্টিলের জলের বোতল, পুনঃব্যবহারযোগ্য স্ট্র, থার্মাল কফি মগ, নোটবুক, ডেস্ক প্ল্যান্ট এবং ডেকোরেটেড মাটির প্রদীপও দিতে পারেন আপনি।

নিজের হাতে তৈরি চকোলেট এবং কুকিজও হতে পারে ভালো গিফট। ইউ টিউব-এ চকোলেট বানানোর পদ্ধতি দেখে নিয়ে ট্রাই করতে পারেন নিজেই। সুন্দর শাড়ি, কুর্তি, ফরমাল স্যুট, জ্যাকেট, সোয়েটার ইত্যাদির মতো পোশাক যা আপনার কাছের মানুষ যেমন মা, বোন বা স্ত্রীকে খুশি করতে পারে, এমন কিছুও দিতে পারেন উপহার হিসাবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...