আপনার বাসস্থানটি কি যথেষ্ট স্ট্রেসমুক্ত করছে আপনাকে? যেখানে থাকেন সেই জায়গাটির পরিচ্ছন্নতাই কিন্তু শেষ কথা নয়। ঘরের পরিবেশ সুন্দর করতে সুগন্ধীরও কিন্তু একটি বিশেষ ভূমিকা আছে। নিমেষে আপনাকে রিফ্রেশ করতে সাহায্য করে সুগন্ধী পরিবেশ। তাই বর্ষায় ক্ষতি হয়ে যাওয়া ইন্টিরিয়র-এ আনুন কিছু নতুনত্বের ছোঁয়া। পুরোনো কার্পেট, ফাংগাস লাগা দেয়াল, পেট্স-এর পরিচ্ছন্নতা, ডাস্টবিন সাফাই– সবই প্রয়োজন হয় এই সময়টায়, যখন একঘেয়ে বর্ষার ময়েশ্চার আপনার ঘরের অভ্যন্তরকেও স্যাঁতসেতে করে তুলেছে।
অনেকেই বাড়ির পরিচ্ছন্নতায় মন দেন কিন্তু ঘরের ভিতরের ভ্যাপসা গন্ধটা থেকেই যায়। এই সমস্যা কাটাতে অ্যারোমা ক্যান্ডেল্স, ধূপ, রুম ফ্রেশনার ব্যবহার করতে হবে। এর ফলে অভ্যন্তরে এক ধরনের ফ্রেশনেস আসবে, যা আপনার মনকে প্রসন্নতা দেবে।
কাঠের ফার্নিচারে স্যাঁতসেতে ভাব থেকে যায় বর্ষা বিদায় নেওয়ার পরও। আজকাল অনেকেই ল্যামিনেটেড ফার্নিচার ব্যবহার করছেন, যাতে এই সমস্যা থাকে না। ফলে ঘুন ধরা বা সময়ে সময়ে ফার্নিচার পলিশ করার সমস্যাও পোহাতে হয় না।
ঘর ফ্রেশ রাখার টিপস
- ঘরের ভেন্টিলেশন যেন সঠিক থাকে, সেদিকে খেয়াল রাখুন– এর ফলে ঘরের ভ্যাপসা গন্ধ অনেকটাই কেটে যাবে। দিনের বেশ কিছুটা সময় ঘরের দরজা জানলা খোলা রাখুন, ঘরে যেন পর্যাপ্ত আলো-বাতাস খেলে
- সুগন্ধী রুম ফ্রেশনার, ধূপ, পটপৗরি প্রভৃতি বেডরুম বা লিভিংরুম-এ রাখুন, কিচেনে নয়
- কার্পেট ফ্রেশ করার জন্য এর উপর ট্যালকম পাউডার ছড়িয়ে, কিছুক্ষণ রাখার পর ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন
- কাপড়জামা থেকে বর্ষাকালে দুর্গন্ধ বেরোয়। তাই ধোয়ার পর এগুলিকে ফ্যাব্রিক রিফ্রেশার দিয়ে সুগন্ধী করে তুলুন। এর ফলে কাপড়জামা মোলায়েম তো থাকবেই, সেই সঙ্গে ফ্রেশও থাকবে
- বাড়ির আসবাব কলিন বা অন্য কোনও ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। পুরোনো কাঠের ফার্নিচার থাকলে একবার পলিশ করিয়ে নিন, না হলে স্যাঁতসেতে ফার্নিচারে ঘুণ ধরবে
- বিছানার চাদর বালিশ রোদে দিন, বাথরুমে ফিনাইল ও ন্যাপথালিন বল্স দিন
- রুম-স্প্রে হিসাবে ল্যাভেন্ডার, লেমন, ক্লোভ প্রভৃতি ফ্র্যাগরেন্স বাছুন। এই ধরনের গন্ধ দীর্ঘস্থায়ী হয় ও ঘর সুগন্ধিত রাখে
ঘরোয়া উপায়ে ফ্রেশনেস
ঘরের ভ্যাপসা গন্ধ থেকে মুক্তি পেতে, আপনি কয়েকটি ঘরোয়া পদ্ধতিও অবলম্বন করতে পারেন।
- আলমারিতে নিমপাতা রাখুন। এর ফলে কাপড়-জামায় ভ্যাপসা গন্ধ হবে না
- লেবু আধাআধি কেটে একটি বাটিতে করে ঘরের কোণে রেখে দিন
- কর্পূরদানিতে কর্পূর জ্বেলে দিন। এই সময় দরজা-জানলা বন্ধ রাখুন যাতে কর্পূরের গন্ধ ঘরে ছড়িয়ে পড়ে
- বাড়িতে পটপৗরি বানানোর জন্য কোনও সুগন্ধী ফুলের পাপড়ি অল্প জলে ফুটিয়ে নিন। ফুলের গন্ধ ঘরে নিমেষে ছড়িয়ে পড়বে। ফুলের বদলে একই ভাবে লেবুর খোসা, লবঙ্গ বা দারুচিনি ব্যবহার করতে পারেন ঘরে ফ্রেশনেস আনার জন্য