জীবনের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য এখন আরও সহজ পদ্ধতিকে মাধ্যম করা যায়। এরই নাম ডিজিটাল পদ্ধতি। এই পদ্ধতি আপনাকে আস্ত একটা শপিং মল-এর থেকেও বেশি সুবিধা দেবে। জিনিসপত্র কেনাকাটা ছাড়াও, ডিজিটাল পদ্ধতিতে পাওয়া যাবে যাবতীয় ব্যাংকিং পরিষেবা। তবে এ ব্যাপারে কিছু জ্ঞান এবং সতর্কতা জরুরি।

কীভাবে নেবেন ডিজিটাল সুবিধা

  • ইন্টারনেট-এর সুবিধা যুক্ত একটি স্মার্ট ফোন কিংবা কম্পিউটার-এর প্রয়োজন
  • লাগবে আপনার একটি ই-মেল অ্যাড্রেস। যার মাধ্যমে সমস্ত তথ্য এবং বক্তব্যের আদান-প্রদানের সুবিধা পাবেন
  • আপনি যে ব্যাংক-এর সঙ্গে আর্থিক লেনদেন করতে চান, সেই ব্যাংকের অ্যাপ ডাউনলোড করুন কিংবা ওই ব্যাংকের ওয়েবসাইটকে মাধ্যম করুন। জিনিসপত্র কেনার ক্ষেত্রেও ওই একই ভাবে নির্দিষ্ট ব্র্যান্ড-এর ওয়েবসাইট-এ ঢুকতে হবে
  • অধিকাংশ ওয়েবসাইট আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে এবং তা আপনাকে দিতে হবে। এসবের পর আপনার ই-মেল-এ সমস্ত তথ্য পরিবেশিত হবে
  • যে ব্যাংক-এ আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক-এ আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, ডিজিটাল লেনদেনের সময় ওই নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

অনলাইন কেনাকাটা সস্তা এবং সহজ

অনলাইন কেনাকাটা করতে চাইলে প্রথমসারির কয়েকটি অনলাইন শপিং ব্র্যান্ড-এর ওয়েবসাইট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল প্রভৃতির মাধ্যমে সমস্ত তথ্য যাচাই করে কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারেন। এতে বিভিন্ন ব্র্যান্ডের জিনিসের তুলনামূলক মূল্য যাচাই করার সুবিধা রয়েছে। আর জিনিস কিনতে চাইলে পেমেন্ট করা যাবে অনলাইনে। অর্থাৎ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারেন অথবা মোবাইলের মাধ্যমে পেটিএম থেকে পেমেন্ট করতে পারেন। এই সমস্ত পেমেন্ট করার সময় আপনার মোবাইলে একটা ওয়ানটাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ড নিশ্চিত করবে যে, আপনিই প্রকৃত ব্যাংক গ্রাহক এবং আপনি নিজেই সত্যি-সত্যি কেনাকাটার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। শুধু তাই নয়, অনলাইনে পেমেন্ট করার পর আপনার ই-মেল আইডি-তে কেনাকাটার যাবতীয় তথ্য পাওয়া যাবে সঙ্গে সঙ্গে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...