বাড়ির বারান্দায় বসে সুস্বাদু খাবার খেতে-খেতে বৃষ্টি উপভোগ করতে হয়তো অনেকেরই ভালো লাগে। কিন্তু, রোম্যান্টিক মনের মানুষের কাছে বর্ষা ঋতু উপভোগ্য হলেও,বাস্তবে বর্ষাকাল মানেই নানারকম সমস্যার মুখোমুখি হতে হয় প্রায় সবাইকে।

বর্ষাকালে জলীয় আবহাওয়ার কারণে স্যাঁতস্যাঁতে ভাব এবং ভ্যাপসা গরমে যেমন অস্বস্তি অনুভূত হয়, ঠিক তেমন-ই আরও অনেক সমস্যা তৈরি হয়। সর্দি, কাশি, ত্বকের সমস্যা, পেট খারাপ প্রভৃতি শারীরিক সমস্যার পাশাপাশি, অনেক মূল্যবান জিনিসপত্রের ক্ষয়-ক্ষতিও হতে পারে। এরমধ্যে সবচেয়ে ভাবিয়ে তোলে মূল্যবান রত্নালংকারের রক্ষণাবেক্ষণ-এর বিষয়টি। কারণ, সঠিক ভাবে যত্ন না নিলে, রত্নালংকারের আসল রং ও উজ্জ্বলতা হারাতে পারে এবং ক্ষতিগ্রস্তও হতে পারে মূল্যবান জিনিসটি। কিন্তু দামী জিনিসের সৌন্দর্য নষ্ট হওয়া মোটেই কাম্য নয়। কেননা, কষ্টার্জিত অর্থে কেনা জিনিস নষ্ট হলে, আর্থিক এবং মানসিক দু’রকম ক্ষতি-ই হবে। তাই, আপনার ভালোলাগা বা ভালোবাসার মূল্যবান জিনিসটির যত্ন কীভাবে নেবেন বর্ষাকালে, সেই বিষয়টি জেনে নেওয়া জরুরি। বিশেষকরে, হিরের মতো দামি জিনিসের যত্ন আপনাকে নিতেই হবে। আর ঠিক এই কারণে, বর্ষাকালে কীভাবে হিরের যত্ন নেবেন, সেই বিষয়ে 'ডি বিয়ার্স ফরএভারমার্ক' পাঁচটি সহজ উপায় শেয়ার করেছে সম্প্রতি।

১) জলীয় আবহাওয়া থেকে বাঁচানঃ আগষ্ট এবং সেপ্টেম্বর মাসে অতিরিক্ত বৃষ্টি হয়, তাই এই মাসগুলিতে সর্বত্র একটা স্যাঁতস্যাঁতে জলীয় ভাব তৈরি হয়। এই আদ্রতা যদি কোনওভাবে আপনার মূল্যবান হিরের গায়ে লাগে, তাহলেই বিপদ। কারণ, আদ্রতা যদি হিরেকে গ্রাস করে, তাহলে হিরের উপর এক পাতলা আস্তরণ পড়ে যায় এবং হিরে তার স্বাভাবিক সৌন্দর্য হারায়। তাই, বর্ষাকালে আদ্রতা থেকে বাঁচাতে হবে হিরেকে। একটি সাধারণ সেলভেট কাপড় দিয়ে হিরের গয়নাকে আলতো করে পরিষ্কার করে কিংবা সাবান ও জল দিয়ে ধুয়ে এবং শুকিয়ে আদ্রতা থেকে বাঁচাতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, ধুয়ে শুকানোর জন্য ব্যবহার করবেন একটি নরম তোয়ালে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...