শুধু দামি পোশাক, দামি জুয়েলারী আর ভালো মেক-আপেই সম্পূর্ণ হয় না সাজ। সঙ্গে চাই মানানসই ব্যাগ এবং জুতো। আপনার সৌন্দর্য এবং ব্যক্তিত্বের গভীরতাকে সঠিক ভাবে তুলে ধরার জন্য পারফেক্ট কম্বিনেশন চাই-ই চাই।

প্রথমে আসি ফুটওয়্যার-এর বিষয়ে। সাজ সম্পূর্ণ করতে সঠিক ফুটওয়্যার জরুরি। পোশাকের সঙ্গে ম্যাচিং এবং কমফর্টেবল জুতো বা চপ্পল চয়ন করাটাও অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। হাই বুটস, জ্যাজ শু,  জোল শু, জুত্তি, কিটেন হিল, কোলাপুরি, লোফার্স, স্লিপ অন শু ছাড়াও,  ফ্ল্যাট এবং হিলযুক্ত নানা ডিজাইনের চপ্পল মার্কেটে অ্যাভেলেবল। শুধু দরকার প্রয়োজন অনুযায়ী দোকান থেকে কিনে আনা। আর ঠিক পোশাকের সঙ্গে সঠিক জুতোর কম্বিনেশন করা৷ এ বিষয়ে মনে রাখতে হবে, জুতো যেমন ফ্যাশনেবল হবে, ঠিক তেমন-ই হালকা এবং আরামদায়কও হওয়া চাই। অর্থাৎ স্টাইল, লুকস, ওয়েট এবং কমফর্টের পারফেক্ট কম্বিনেশন প্রয়োজন।

এখন বাজারে এমন কিছু জুতো পাওয়া যায়, যা যে-কোনও পোশাকের সঙ্গে মানানসই। আপনি যদি ট্রাডিশনাল পোশাক পরেন তাহলে স্ট্র্যাপযুক্ত ক্লাসিক স্লিপার্স অথবা স্যান্ডলস পরতে পারেন। আবার হাল-ফ্যাশনের পোশাকের সঙ্গে ভালো লাগবে ব্যালেরিনা টাইপ জুতো। যে-কোনও রকম ব্যাক্তিত্বের সঙ্গে এই জুতো পারফেক্ট ম্যাচ করবে।  আর মনে রাখবেন, ব্যাগ কিংবা জুতোর বিষয়ে আপডেট থাকার জন্য বিভিন্ন ব্র্যান্ড-এর নতুন ক্যাম্পেন নজরে রাখতে হবে। কারণ, বাজারে নতুন কী এল, তা জানতে পারবেন এইসব ক্যাম্পেন-এর মাধ্যমে। এই প্রসঙ্গে এক জুতো কোম্পানি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা নিজেদের প্রধান ব্র্যান্ডের সঙ্গে আমাদের সাব-ব্র্যান্ড যেমন বৃটিশ ওয়াকারস, লাজার্ড, টার্ক্‌, শ্যারন, ক্লিও, সফটটাচ্, প্রো, বোনিতো এবং অ্যাড্রিয়ানা প্রভৃতি ফেস্টিভ রেঞ্জের ফুটওয়্যারও নিয়ে এসেছি।’

এবার আসছি ফ্যাশনেবল ব্যাগ-এর বিষয়ে। কাঁধ থেকে সাইডে ঝোলানো স্লিংগ ব্যাগও এখন অল্প বয়সি মেয়েরা এবং মহিলারা উভয়েই পছন্দ করছেন ব্যবহার করতে। এগুলি দেখতেও যেমন আধুনিক তেমনি ব্যবহার করাও খুব সুবিধা। ব্যাগগুলিতে জায়গাও থাকে যথেষ্ট। বর্তমানে আধুনিকাদের পছন্দের ফ্যাশনে রয়েছে বক্স ক্লাচার্স, নিয়ন ক্লাচার্স এবং বিগ সাইজ ক্লাচার্স।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...