আকার-আয়তনে ঘরের চেহারা বড়ো দেখাবে, খোলামেলা হবে কিংবা ঘরের সৌন্দর্য সকলকে আকর্ষণ করবে, এমনটাই তো চান সকলে। কিন্তু মহানগরে এমন স্বপ্নপূরণ সবার হয় না। তাই বাধ্য হয়ে অনেকে ছোট্ট আশ্রয়ে কষ্ট করে থাকেন। কিন্তু নতুন বছরের আগমনে একটু অন্যরকম আসবাবপত্রের সাহায্যে কিংবা গৃহসজ্জায় সামান্য রদবদল ঘটিয়েই ছোট্ট ঘরে থেকে বড়োমাপের ঘরে থাকার অনুভূতি নেওয়া যায়। প্রয়োজন শুধু সদিচ্ছা আর সামান্য অর্থের।

ঘর গুছিয়ে রাখুন

ঘর যত গুছিয়ে রাখবেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, ততই বড়ো মনে হবে ঘরের আয়তন। জিনিসপত্র জায়গামতো গুছিয়ে রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিলে, ঘরের সৌন্দর্য বাড়বে এবং বেশ খোলামেলা রূপ পাবে।

ব্যবহার করুন হালকা রং

উৎসবের আগে একবার ঘর রং করানো যেতেই পারে। এতে বছরের-পর বছর একই রং দেখার একঘেয়েমি ভেঙে ফেলা যাবে। গাঢ় রং ব্যবহার করলে ঘরের আয়তন ছোটো লাগে। তাই ঘরের দেয়ালে সাদা কিংবা হালকা রং করা উচিত। কারণ, হালকা রং ঘরের আয়তনকে দৃশ্যত বাড়িয়ে দেয় এবং চোখের আরাম হয়। তবে শুধু ঘরের রং-ই নয়, ঘরের দেয়ালের রং-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ফার্নিচার-এর রং-ও হালকা রাখা উচিত। দেওয়ালের রং-এর জন্য বেছে নিতে পারেন গোলাপি, হলুদ কিংবা নীল রং।

চাই উপযুক্ত আলো

ঘরে যেন যথেষ্ট আলো ঢোকে। কারণ, উপযুক্ত আলো ঘরের ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলে এবং ঘর বড়ো দেখায়। প্রাকৃতিক আলোর পাশাপাশি, সাদা ল্যাম্প ব্যবহার করুন রাতেও, যাতে ঘরের আয়তন বড়ো দেখায়।

মাল্টিপারপাস ফার্নিচার-এর ব্যবহার

ঘরের আয়তন ছোটো হলে, মাল্টিপারপাস ফার্নিচার ব্যবহার করা উচিত। কিচেন থেকে বেডরুম সর্বত্র এই ফার্নিচার ব্যবহার করে সুফল স্পেস সেভিং-এর আনন্দ নিতে পারেন। যেমন, মাল্টিপারপাস কিচেন ক্যাবিনেট, সোফা কাম বেড, প্রভৃতি। আজকাল ড্রেসিং টেবিল, কম্পিউটর টেবিল প্রভৃতির মধ্যে বসার জন্য ছোট্ট টুলও থাকে ভেতরে। ডাইনিং টেবিল-এর তলায় সুন্দর ভাবে ঢুকিয়ে রাখা যায় চেয়ার। বক্সখাট কিংবা ডিভানও নানারকম সুবিধে দেয়। শীতের লেপ-তোষক, বালিশ কিংবা মাঝেমধ্যে ব্যবহূত হয় এমন জিনিস ঢুকিয়ে রাখা যায় বক্সখাট কিংবা ডিভান-এ।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...