শিশুদের পোশাক-আশাক থেকে শুরু করে নানা ধরনের অ্যাক্সেসরিজের নানা বিকল্প রয়েছে সমস্ত মার্কেটে। তবে বিজ্ঞাপনের চাকচিক্যে সবকিছু ভুলে না গিয়ে বাচ্চার জন্য সেটাই কেনা উচিত যেটা থেকে বাচ্চার কোনওরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

বেবি কেয়ার প্রোডাক্টস বাছার আগে কয়েকটি বিষয়ে খেয়াল রাখুন

নিজের পেডিয়াএট্রিশিয়ান-এর সঙ্গে কথা বলুন

বেবিকেয়ার প্রোডাক্টস কেনার আগে নিজের বাচ্চার ডাক্তারের সঙ্গে কথা বলুন। আপনার বাচ্চার জন্য উপযুক্ত এবং সুরক্ষিত প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য ডাক্তারই দিতে পারবেন। বাচ্চার জন্য যাই কিনুন না কেন, প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রোডাক্টটির গায়েই লেখা পেয়ে যাবেন। প্রোডাক্ট-টিতে কী কী কেমিক্যাল্স ব্যবহার করা হয়েছে তা ওখান থেকেই জেনে যাবেন। বাচ্চার যে-জিনিসে ক্ষতিকারক কেমিক্যাল্স ব্যবহার করা হয়েছে, সেই জিনিস একেবারেই কিনবেন না।

মাইল্ড প্রোডাক্টস-বাছুন

বাচ্চাদের জন্য বিশেষ ভাবে তৈরি সাবান, শ্যাম্পু, তেল, ক্রিম ইত্যাদি কিনুন যেগুলি খুবই মাইল্ড এবং বাচ্চার কোমল ত্বকে কোনও ক্ষতি করে না। অর্গ্যানিক অথবা প্রাকৃতিক কম্পোনেন্টস দ্বারা এগুলি তৈরি হওয়া বাঞ্ছনীয় এবং দেখে নেওয়া দরকার কোনও কার্সিনোজেনিক সাবস্টেনসেজ-এর ব্যবহার এতে করা হয়েছে কিনা। শিশুর ত্বক এমনিতেই খুব সংবেদনশীল, তাই খারাপ জিনিস ব্যবহার করলেই বাচ্চার ত্বকে ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। র‍্যার্শ যাতে না হয়, বাচ্চার জন্য সবসময় কটন বেসড স্পঞ্জ এবং কটন তোয়ালে কেনা উচিত।

এ ছাড়াও বাচ্চার জন্য সবসময় বায়োডিগ্রেডেবল ডায়াপার ব্যবহার অপরিহার্য। এতে শুষে নেওয়ার ক্ষমতা বেশি থাকে এবং বাচ্চার ত্বক শুষ্ক, কোমল রাখতে সাহায্য করে। ফলে র‍্যাশেজ হয় না। ডায়াপার বেশি হেভি হওয়া একেবারেই বাঞ্ছনীয় নয়, এতে শিশুর অসুবিধা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

প্লাস্টিক ফ্রি অথবা ননটক্সিক প্রোডাক্টস

শিশুর বয়স যত বাড়তে থাকে তাদের মধ্যে সব কিছু মুখে পুরে দেওয়ার একটা অভ্যাস লক্ষ্য করা যায়। এই সময় বাচ্চাদের জন্য এমন জিনিস কেনা উচিত যেটা বাচ্চা মুখে দিয়ে চেবালেও তার ক্ষতির কোনও সম্ভাবনা থাকবে না। এই ধরনের খেলনাগুলোকে ‘টিথার’ বলা হয়। বাচ্চার দাঁত ওঠার সময় এই খেলনাগুলো চিবোলে বাচ্চা মাড়ি-তে আরাম পায়। নানা আকার, ডিজাইন এবং রঙে এই খেলনাগুলো পাওয়া যায়। এগুলি সাধারণত তৈরি হয় সিলিকন, কাঠ, ন্যাচারাল রাবার অথবা প্লাস্টিক দিয়ে। তবে প্লাস্টিক ফ্রি খেলনাই বাচ্চার জন্য সবথেকে সুরক্ষিত।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...