সংসার মানেই সাতরকম ঝামেলা। বাড়িঘরের সারাই মেরামত তো লেগেই আছে, সেইসঙ্গে আছে টুকিটাকি সমস্যা। এখানে আলোচনা করা হল তেমনই কিছু সমস্যার বিষয়ে। সঙ্গে রইল তার সমাধানসূত্র।

রান্নাঘরের সিংক, বেসিন কিংবা বাথটাব বন্ধ হয়ে গেলে কী করবেন - বেসিন অথবা টাব, যাই আটকে যাক প্রথমে জল দিয়ে বেসিনটি ভরুন (যার জন্য বেসিনের ছিদ্র আটকাচ্ছে সেটিকে ঠেলে পরিষ্কার করার জন্য জলের প্রয়োজন রয়েছে।) বেসিনের উপরে যে বাতাস এবং জল যাওয়ার জায়গাটি রয়েছে সেটাকে স্পঞ্জ অথবা কাপড়ের টুকরো দিয়ে ভালো করে আটকান যাতে ওটা খুললেই জল তোড়ে ওখান দিয়ে ঢুকতে পারে। দোকানে প্লাঞ্জার অথবা পাম্প কিনতে পাওয়া যায়। সেটার সাহায্যে জোরে পাম্প করলেই, যার জন্য বেসিন আটকেছে সেটা খুলে যাবে।

প্রত্যেকবার যখন পাম্প করবেন তখন কিছুটা করে জল অবশ্যই ড্রেনের ভিতর বেশ তোড়ে ঢোকা উচিত। প্রত্যেকবারই পাম্প করার সময় এই নিয়ম মানা উচিত। এরকম নিয়মে কয়েকবার পাম্পিং এবং ফ্লাশিং করার পর বেসিনের ড্রেনের মুখ খুলে দিন।

বাথরুমে দুর্গন্ধ দূর করতে – একটি প্লেটে বেকিং সোডা রেখে টয়লেটের পিছনে রেখে দিলে দুর্গন্ধ চলে যাবে।

মাছ অথবা পচে যাওয়া খাবারের দুর্গন্ধ দূর করতে - যেখান থেকে গন্ধ আসছে সেখানে একটা বোলে সাদা ভিনিগার রেখে দিন কিছু ঘণ্টার জন্যে। গন্ধ নিজে নিজেই গায়েব হয়ে যাবে।

স্টিকার, মরচে, আঠার দাগ দূর করতে - আসবাবপত্র, কাচ, প্লাস্টিক থেকে দাগ ওঠাবার জন্য ভেজিটেবল অয়েল দিয়ে জায়গাটা ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর একটু রগড়ালেই দাগ উঠে আসবে।

মেটাল জিপার যদি বার বার আটকে যায় - কোনও পেনসিলের শিষ হালকা করে জিপারের গায়ে বুলিয়ে দিন। পেনসিলের গ্রাফাইট, জিপারকে লুব্রিকেট করে এবং এটিকে মসৃণভাবে কাজ করতে সাহায্য করে। এটি শুধুমাত্র মেটাল জিপারের ক্ষেত্রেই কাজ করে।

জামাকপড়, জিনস-এ চিউয়িংগাম আটকে গেলে - চিউয়িং গাম শুদ্ধু কাপড় খানিক্ষণের জন্য ফ্রিজারে রেখে দিন। চিউয়িংগাম ঠান্ডায় জমে ফাটা ফাটা হয়ে যাবে। তারপর কপড় ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...