ঘরের সামনে একফালি সবুজ নিমেষে আপনার মন ভালো করে দিতে পারে। সারাদিনের ক্লান্ত অবসন্ন শরীর-মন নিয়ে যখন আপনি ঘরে ফেরেন, তখন এই সাধের সবুজ গেরস্থালিই, আপনার  মনে বুলিয়ে দিতে পারে শান্তির পরশ।ভালোবাসাটা কিন্তু পারস্পরিক। অর্থাৎ আপনি গাছকে ভালোবাসলে, গাছও আপনাকে ভালোবাসবে।তাই অবসর পেলেই গাছেদের একটু যত্নআত্তি করুন, সোহাগ করুন। বিনিময়ে পান ফ্রেশ অক্সিজেনের আবিরাম যোগান। শখের বাগান হোক বা ইন্ডোর প্ল্যান্টস, জেনে নিন কী ভাবে সজীব ও সুন্দর রাখবেন।

  • গাছে ঘনঘন জল দেওয়ার প্রয়োজন নেই। আতিরিক্ত জল দিলে পচে যেতে পারে। তাই সকালে গাছে জল দিন।গাছের পাতাগুলে ভালো ভাবে ধুয়ে দিন। জমে থাকা ধুলো ও শিশির গাছের জন্য ক্ষতিকারক হতে পারে
  • শুকনো পাতা গাছের গোড়ায় জড়ো করে রাখুন, শিশির জমবে না।পাতার বদলে খবরের কাগজও দিতে পারেন গাছের গোড়ায়
  • গাছ রাখুন ঢাকা জায়গায়। অতিরিক্ত ঠান্ডায় গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। টবে গাছ করলে প্রয়োজনে সরাতে সুবিধা হবে
  • চারা গাছ ভালো রাখার জন্য বাঁশের ফ্রেম তৈরি করুন। প্লাস্টিক শিট দিয়ে উপরের খোলা জায়গাটা ঢাকা দিয়ে দিন। বাতাস চলাচলের জন্য যেন জায়গা থাকে
  • পচা পাতা, হলুদ হয়ে যাওয়া কাণ্ড.গাছের গোড়ায় জমিয়ে রাখবেন না। গাছের টব বদলানোর সময় খেয়াল রাখবেন যাতে শিকড় না ড্যামেজ গয়ে যায়
  • নিয়ম করে হলুদ হয়ে যাওয়া পাতা বা নষ্ট হয়ে যাওয়া পাতা পরিষ্কার করে ফেলুন
  • টবের মাটি সময়ে সময়ে ওলটপালট করে দিন। এর ফলে গাছের শিকড় ভালোভাবে স্প্রেড করতে পারবে
  • মাসে এক দু বার ওয়াটার সলিউবল ফার্টিলাইজার ব্যবগার করুন, গাছের গোড়া ভালো থাকবে
  • বছরে একবার ইন্ডোর প্ল্যান্টস –এর পেস্ট কন্ট্রোল করিয়ে নিন। পোকামাকড়ের হাত থেকে গাছ রেহাই পাবে
  • সপ্তাহে অন্তত একবার সব গাছ বার করে রোদে দিন। গাছ বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত সূর্যকিরণ অত্যন্ত আবশ্যক। তবে দুপুরের কড়া রোদে রাখবেন না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...