বয়ঃসন্ধির সময়টাতে যখন স্তনবিকাশের গুরুত্বপূর্ণ পর্যায়, তখনই আপনার কিশোরী মেয়েটির দিকে আপনাকে বিশেষ সজাগ দৃষ্টি দিতে হবে। দেহসৗষ্ঠব গঠনে Lingerie অতি গুরুত্বপূর্ণ। তাই মা হিসেবে আপনাকেই ওর জন্যে তৈরি করে দিতে হবে সঠিক ইনারওয়্যার চয়নের সচেতনতা।

এসময় অনেক মেয়েই যে-কোনও Lingerie পরে নেয় যে-কোনও পোশাকের সঙ্গে। অন্তর্বাস তো আর বাইরে থেকে দেখা যাবে না, সুতরাং কীই বা এসে যায়!

প্রথমেই বলি এই ধারণাটা ভুল। কারণ হল প্রত্যেকটি পোশাকের সঙ্গে আলাদা অন্তর্বাসের কিছু যৌক্তিকতা আছে। সেটা পরিষ্কার ভাবে আগে বুঝে নেওয়া দরকার।

ধরা যাক নতুন ইভনিং গাউনের সঙ্গে মেয়েটি তার চিরাচরিত ব্রা পরেছে। অথচ তার পরা উচিত ছিল প্যাডেড ব্রা। এই ক্ষেত্রে পোশাকটা বেশ বেমানান লাগবে। তাই মায়েদের বিশেষভাবে সচেতন হওয়া উচিত। টিনএজ কন্যাটি সঠিক অন্তর্বাস চয়ন করেছে কিনা, এব্যাপারে নিশ্চিত হয়ে নিন। নিজেও আপডেটেড থাকুন আর আপনার টিনএজার কন্যাকেও আপডেটেড রাখুন।

টি-শার্ট ব্রা - এই ধরনের ব্রা-তে সেলাইটা দৃশ্যমান নয়। অল্প প্যাডিং থাকে, যাতে টি-শার্ট পরলেও স্তনের আকার সুডৗল থাকে। আরামদায়ক হওয়ার সঙ্গে সঙ্গে এটা ঠিকঠাক ফিটিং-ও দেয় পোশাকটিকে।

স্ট্র্যাপলেস ব্রা - এই ধরনের ব্রা-তে স্ট্র্যাপ থাকে না। স্ট্র্যাপলেস ড্রেসের সঙ্গে ট্যাংক টপ, হল্টারনেক প্রভৃতি পোশাকের সঙ্গে স্ট্র্যাপলেস ব্রা-ই পরা উচিত। এগুলি কেনার সময় খেয়াল রাখবেন ব্রা-এর পিছনের অংশটি যেন চওড়া হয়। তা না হলে ব্রা সঠিক জায়গায় থাকবে না এবং স্তনের পজিশনও সঠিক হবে না। এর ফলে ফিটিং বিসদৃশ হবে।

পুশ আপ ব্রা - টিনএজার মেয়েদের অনেকেরই ধারণা, এই বয়সে পুশআপ ব্রা-এর কী প্রয়োজন? কিন্তু কিছু কিছু পোশাকের সঙ্গে ফিগার টানটান দেখাতে হলে, এই ধরনের ব্রা অপরিহার্য। এই ধরনের ব্রা-তে জেলযুক্ত কাপ্স থাকে যা স্তনের আকারে দৃঢ়তা ও ভরন্ত ভাব নিয়ে আসে। নানা ডিজাইন, কালার, প্রিন্ট ও লেস ওয়ার্ক করা পুশআপ ব্রা এখন বাজারে পাওয়াই যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...