শাড়ি ভারতীয় পরিধানের অনবদ্য অংশ এতে কোনও সন্দেহ নেই কিন্তু আজকের নতুন প্রজন্ম পোশাকের জন্য ওয়েস্টার্ন ট্রেন্ডস এর উপর নির্ভরশীল বেশী। তাদের মতে এই ধরনের পোশাক অনেক বেশী আরামদায়ক এবং যুগোপযোগীও বটে।

ওয়েস্টার্ন ট্রেন্ডস

শাড়ির পাশাপাশি বাজারে ঢল নেমেছে পাশ্চাত্য ফ্যাশনেরও। ওয়ানপিস ড্রেস-এর ইদানীং বেশ চল হয়েছে। আর এই সব ড্রেস-এ গলার বা কাঁধের ডিজাইনে আনা হয়েছে নানা বৈচিত্র্য। ভীষণ ভাবে ট্রেন্ডি এখন কোল্ড শোল্ডার ড্রেস। অফ শোল্ডারও পরছেন সাহসীরা। পোশাকের ঝুল অনুযায়ী তৈরী হচ্ছে শর্ট ড্রেস (নি-লেংথ) বা ম্যাক্সি ড্রেস। কোল্ড শোল্ডার শিফ্ট ড্রেস বা ছিমছাম কাট-এর স্কেটার ড্রেস-এ স্মার্ট লুক পেতে চাইছেন টিন এজাররা। মিডি এবং ম্যাক্সি ড্রেস-এও খুব এলিগ্যান্ট লাগে দেখতে। ফ্লোরাল প্রিন্টস-এর ম্যাক্সি ড্রেস বা লেসের কাজ করা ম্যাক্সি ড্রেস এখন চাহিদার শীর্ষে।

পোশাকের স্লিভস্-এও এসেছে নানা রকম কাট্। কোনওটা ব্যাট স্লিভস্ (কাফতানে যেমন হতো), কোনওটা আবার বেল স্লিভস। কুঁচি দেওয়া অর্থাৎ রাফল্ড স্লিভসও খুব চলছে, বিশেষ করে লেয়ার্ড ড্রেসের সঙ্গে। টি-শার্টের ক্ষেত্রে, ফ্লোরাল এর পাশাপাশি চেকস ভীষণভাবে ইন। টর্ন জিনস্ এবং জেগিংস এখনও খুব জনপ্রিয়, সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক টপের সঙ্গে। সঙ্গে চলছে ক্রপ টপের ফ্যাশন। ট্রেন্ড-এ এখন আপকামিং ফ্যাশন হয়ে আসছে শার্ট ড্রেস। ড্রপ ওয়েস্ট ও ম্যান্ডারিন কলার দেওয়া লং ও শর্ট শার্ট ড্রেস এখন ভীষণ ইন।

যারা স্টাইলকে প্রাধ্যন্য দেন তাদের জন্য রয়েছে কিমোনো স্টাইল ট্রেঞ্চ কোট। সঙ্গে কুলোটস্। অ্যাংকল লেংথ জিন্স-এর পাশাপাশি, পায়ের আরও খানিক উপরে হাঁটুর নীচে পর্যন্ত লেংথ-এর প্যান্টস খুব চলছে।  স্লিম জিনস বা খাকির সাথে টি-শার্ট দিয়ে টিম আপ করে, উপরে বোতাম খোলা অবস্থায় গলিয়ে রাখুন এই ট্রাকার জ্যাকেট।

গ্রাফিক টি আর ফ্রন্ট স্লিটেড লংটপ বা লং কুর্তিও খুব চলছে ইদানীং পালাজোর সাথে।

ক্লাসি পাম্প শু আর নো-মেকআপ লুক এটাই এবছরের স্টাইলিং-এর শেষ কথা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...