আমার ও আমার স্বামীর দুজনেরই বয়স ২৭ বছর। আমরা দুজনেই পরস্পরকে চিনতাম বিয়ের আগে, যদিও আমাদের সম্বন্ধ করেই বিয়ে। আমার স্বামী বিয়ের পর আমার কাছে স্বীকার করেন তার একাধিক নারীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, জীবনের নানা পর্যায়ে। তাদের সঙ্গে ওর শারীরিক সম্পর্কও ছিল। ঘটনাচক্রে সম্পর্কগুলোর কোনওটাই স্থায়ী হয়নি, ফলত সম্বন্ধ করে বিয়ে। বিয়ের শুরুতে মাস ছয়েক আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও লক্ষ্য করছি এখন সে যৌনতার ব্যাপারে সম্পূর্ণ উৎসাহ হারিয়ে ফেলেছে। আমি জোর করে একদিন কারণ জানতে চাওয়ায় সে বলে যে, ছোটো থেকে প্রচুর পর্ন ভিডিয়ো দেখেছে। তার ওই ধরনের উগ্র যৌনতা পছন্দ। আমার দ্বারায় ওই ধরনের বিকৃতকাম সম্ভব নয়। ফলে সে আমার ব্যাপারে উৎসাহ হারিয়েছে। আমি তার মুখে এই কথা শুনে স্তম্ভিত। আমি অত্যন্ত রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা একটি মেয়ে। আমার পক্ষে সত্যিই ওভাবে নিজেকে প্রস্তুত করা সম্ভব নয়। মানসিক ভাবে আমি পর্ন দেখা অপছন্দ করি। কী করব বলে দিন। আমি এই দাম্পত্যের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলছি। ডিপ্রেশনে আছি।

যৌনতা দাম্পত্যের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, এতে কোনও সন্দেহ নেই। এটাকে অগ্রাহ্য করা বা এড়িয়ে চলা আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু বিকৃত যৌনতা কোনও মেয়েরই কাম্য নয়। প্রত্যেকটি মেয়েরই তার স্বামীর কাছ থেকে কিছু ব্যক্তিগত প্রত্যাশা থাকে যৌনতার ক্ষেত্রে। সেখানে ভালোবাসা, সম্মান, একে অপরের চাহিদা কে প্রাথমিকতা দেওয়া, একে অন্যের প্রতি আকর্ষণ এই সবগুলোই  যৌন সম্পর্কটাকে আরও আকর্ষণীও করে তুলতে সহায়তা করে। আপনারা দুজনে পৃথক মানসিকতার। যেহেতু আপনাদের দাম্পত্য বেশিদিনের নয়, এখনও আপনি নিজের জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই পারেন। যদি সত্যিই এই সম্পর্ক থেকে দুজনেই উৎসাহ হারিয়ে ফেলে থাকেন, তাহলে আর সম্পর্কটাকে দীর্ঘ করার মানে হয় না। এখনও আপনাদের কোনও সন্তান নেই এটা সদর্থক দিক। তাই বিবাহ বিচ্ছেদের কথা ভাবাই শ্রেয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...