আমি ২২ বছর বয়সি যুবতি মেসোর ভাইয়ের ছেলের সঙ্গে প্রেম করি বছর আগে আমাদের আলাপ হয়েছে এবং সম্পর্ক ক্রমশ গভীর হয়েছে৷আমাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে উঠেছে।  আমরা দুজনে একে অপরকে বিয়ে করতে চাই ছেলের বাড়ি থেকে এই বিয়েতে কারও আপত্তি নেই কিন্তু আমার বাবা এই বিয়ের জন্যে কিছুতেই রাজি হচ্ছেন না।কয়েকমাস আগে আমরা ঠিক করেছিলাম যে আমরা রেজিস্ট্রি করব৷

কিন্তু ইদানিং পরিস্থিতির একটা আকস্মিক পরিবর্তন হয়েছে৷  সমস্যা হল, কিছুদিন ধরে খেয়াল করছি আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে ঠিক ভাবে কথা বলছে না আমার আগে আর একটি মেয়েকে ভালোবাসত এবং পরে মেয়েটির বিয়ে হয়ে যায় মনে হয় ওই মেয়েটির সঙ্গে আবার ওর যোগাযোগ হয়েছে জিজ্ঞেস করলে রেগে যায় ওর সব সময় মনে হয় আমি ওকে সন্দেহ করছি আমি এখন কী করব?

আপনার বাবা কেন এই বিয়েতে রাজি নন, সেটা পরিষ্কার করে কিছু লেখেননি। আপনি যে-ছেলেটিকে ভালোবাসেন, সে আপনার আত্মীয়ের মধ্যেই পড়ে৷ সুতরাং এই বিয়েতে আপত্তি কোথায়? মা-বাবা সন্তানের সবসময় ভালোই চান। তাই ভাবুন ওই ছেলেটির সঙ্গে কেন আপনার বাবা বিয়ে দিতে চান না।এমন নয় তো ছেলেটির চরিত্র তেমন ভালো নয়, যা আপনার বাবার অজানা নয়! তাই এই আপত্তি?

এছাড়াও আপনি লিখেছেন ছেলেটি পূর্ব প্রেমিকার সঙ্গে আবার সম্পর্ক রাখছে। এই পরিস্থিতিতে বিয়ের জন্যে তাড়াহুড়ো করবেন না, সম্পর্কটাকে আর একটু বেশি সময় দিন। নিজের বয়ফ্রেন্ডকে আরও ভালো করে জানার সুযোগ পাবেন।এমন নয় তো যে, ও আপনাদের দুজনকেই ঠকাচ্ছ?

ভাালো করে খোঁজখবর নিন৷ প্রয়োজনে  সরাসরি  প্রেমিকের মনের কথা জানতে চান৷ তখন যদি মনে হয় আপনার সন্দেহ অমূলক, ছেলেটি আপনাকেই ভালোবাসে এবং আপনার বাবা কোনও কারণ ছাড়াই বিয়ে দিতে রাজি হচ্ছেন না, তখন আপনি বাবাকে রাজি করাবার চেষ্টা করতে পারেন। তারপরেও যদি উনি রাজি না হন, তখন আপনারা কোর্ট ম্যারেজ করে নিতে পারেন। কিন্তু যাই ডিসিশন নেবেন ভেবেচিন্তে নেবেন।কারণ একটা হঠকারী সিদ্ধান্তই কিন্তু আপনার জীবনটা নষ্ট করে দিতে যথেষ্ট৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...