আমার বয়স ২৪ বছর। দেড় বছর হয়েছে আমার বিয়ের। আমাদের জয়েন ফ্যামিলি এবং সদস্য সংখ্যা অনেক। এমনিতে সকলেই সকলের খেয়াল রাখে কিন্তু আমার সমস্যা হচ্ছে বিবাহিত জীবন যাপন করতে। শ্বশুর-শাশুড়ি পুরোনো সংস্কারে বিশ্বাসী। এর ফলে বাড়িতে এতটাই পর্দা মেনে চলতে হয় যে, ৯-১০ দিনের মধ্যে স্বামীর সঙ্গে হ্যাঁ-হুঁ ছাড়া আর কোনও কথাই হয় না। রাত্রেও যৌনসম্পর্কের আনন্দ আমরা ঠিকমতো গ্রহণ করতে পারি না Personal Problem। কখনও কখনও মন খুব অশান্ত হয়ে ওঠে। আলাদা হয়ে কোথাও চলে যাব তাও সম্ভব নয়। কী করব?
উত্তর –
জয়েন ফ্যামিলিতে অনেক সময়েই এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় মেয়েদের। বিয়ের পর যৌন সম্পর্ক গড়াটা বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ একটা দিক। সুস্থ সেক্স লাইফ বৈবাহিক সম্পর্ককে আরও মজবুত বানায়। বিবাহিত জীবন খুশিতে ভরে তোলে। সাধারণত অতীতে জয়েন ফ্যামিলিতে মেয়েদের দাবিয়ে রাখার জন্য, ইচ্ছে করেই তাদের স্বামীর থেকে দূরে রাখা হতো। এর ফলে সেক্স লাইফ তারা ঠিকমতো এনজয় করতে পারত না। কিন্তু এখন এই সমস্যা খুব বেশি কাউকে ঝেলতে হয় না কারণ সমাজও এখন অনেকটাই আধুনিকমনস্কা হয়ে গেছে। সুতরাং শ্বশুরবাড়িতে সদস্য সংখ্যা বেশি হলেও তারা নিজেরাই নবদম্পতিকে যথেষ্ট স্বাধীনতার সুযোগ নিয়ে থাকেন। আপনার যদি মনে হচ্ছে আপনি পুরোপুরি বিবাহিত জীবন উপভোগ করার সুযোগ পাচ্ছেন না তাহলে আপনাকে এই বিষয়ে স্বামীর সঙ্গে খোলাখুলি আলোচনা করতে হবে। এই ক্ষেত্রে আপনার স্বামীও নিশ্চই একই সমস্যা ফেস করছেন।
তবে আপনাদেরই পরিবেশ ও পরিস্থিতি বুঝে সমাধান খুঁজে নিতে হবে। আমার মতে বিকল্প আর একটা সমাধানও আছে। কোনও আত্মীয়ের বাড়ি বা বাপের বাড়ি যাচ্ছেন বলে স্বামীর সঙ্গে বাইরে ঘুরে আসতে পারেন। কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আপনার স্বামী আপনাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন। সেখানে হোটেলে আপনারা পরিপূর্ণ স্বাধীনতার সুযোগ গ্রহণ করতে পারেন। আপনাকে এই সম্পর্ক টিকিয়ে রাখতে কিছুটা ত্যাগ স্বীকার করতেই হবে। এছাড়া আর কোনও উপায় নেই।