গতবছর আমি বিএ পাস করেছি। পাস করার পরেই বাড়ি থেকে বিয়ের জন্য খুব জোর দিচ্ছে। কিছুদিন হল আমার বাড়ির সকলে আমার বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করেছে এবং ছেলেটির বাবা একটি পলিটিক্যাল পার্টির বড়োসড়ো নেতা। আমাদের বাড়ির থেকে ছেলেদের বাড়ির দূরত্ব খুব বেশিও নয়। ওরা আমাকে রাস্তায় দেখে পছন্দ করেছে এবং বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ছেলেটি দেখতে শুনতে বেশ ভালো কারণ আমি আমাদের পাড়াতেই ছেলেটিকে বহুবার দেখেছি। ছেলের বাড়ির প্রচুর সম্পত্তি রয়েছে কিন্তু ছেলেটি মাত্র ক্লাস টেন অবধি পড়াশোনা করেছে। কাজকর্মও কিছু করে না। অথচ আমি পড়াশোনা জানা ছেলে বিয়ে করতে চাই। আমি ওই ছেলেটিকে বিয়ে করতে অনিচ্ছুক কিন্তু বাবার ইচ্ছের বিরোধিতাও করতে পারছি না। আমি এখন কী করব?
আরও পড়ুন - বাবার মৃত্যুর পর মা আমাকে মানুষ করেছেন। বাবার এক বন্ধু নিয়িমিত আমাদের বাড়িতে আসা যাওয়া করেন যিনি কিনা আমার মাকে সব ব্যাপারে সাহায্য করে থাকেন। তাঁর প্রতি মায়ের কী মনোভাব জানি না, কিন্তু আমি তাঁর প্রতি আকৃষ্ট। এই ক্ষেত্রে কী সমাধান জানতে চোখ রাখুন -
এখনকার দিনে পড়াশোনা জানাটা সত্যি খুব দরকার, এবং আপনার ভাবনা চিন্তাটা কিছু ভুল নয়। আপনি আধুনিকা, সুতরাং ভয় না পেয়ে আপনি আপনার ইচ্ছের কথা মা-কে জানান। উনি যদি শুনতে রাজি না হন, তাহলে বাবাকে খোলাখুলি জানাতে ঘাবড়াবেন না, কারণ এটা আপনার সারা জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে যে-ছেলেটির সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটি যদি যথেষ্ট বাস্তবজ্ঞান সম্পন্ন হয় এবং তার ব্যবহারও ভালো হয়, তাহলে আপনি ভেবে দেখতে পারেন ওকে বিয়ে করবেন কিনা। কারণ স্কুলের শিক্ষাই সবসময় সবকিছু নয়। কেউ প্রকৃত শিক্ষিত হলে স্কুলের শিক্ষাটা গৌণ হয়ে যায়। এছাড়া সে কোনও চাকরি বা ব্যাবসা না করলেও, বড়ো নেতার ছেলে ভবিষ্যতে বড়ো নেতা হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। এই বিষয়গুলি বিচার করেই ডিসিশন নিন।