আমার বয়স এখন ২৯ বছর। আমার কালারফুল লেন্স খুব পছন্দ। এখন অনেককেই দেখি এই রকম লেন্স ব্যবহার করছেন এবং দেখতেও খুব সুন্দর লাগে। কিন্তু আমি চোখে কাজল লাগাই। Coloured Lens লাগিয়ে আমি চোখে কাজল লাগাতে পারব কি? এতে চোখে কোনও খারাপ প্রভাব পড়বে কিনা আমি জানতে আগ্রহী। এছাড়াও আমি পার্মানেন্ট আইব্রোজও বানাতে চাই। এর জন্য আমাকে কী করতে হবে?

 লেন্স লাগাবার পরে মেক-আপ করার সময় মহিলাদের সতর্কতা অবলম্বন করা উচিত। লেন্স-এর যদি সঠিক যত্ন না করেন তাহলে চোখের ক্ষতি হওয়ার সম্ভবনা বৃদ্ধি পায়। আজকাল অনেকেই ফ্যাশন এবং স্টাইলিশ লুকএর জন্য কালারফুল লেন্স লাগান। আপনি লেন্স লাগিয়ে পুরো আই মেক-আপ করতে পারবেন। এতে কোনও সমস্যা নেই। লেন্স লাগাবার পর চোখের মেক-আপ করার সময় সাবধান হয়ে ধীরে ধীরে মেক-আপ করা উচিত। চোখে হাত দেওয়ার সময় খেয়াল রাখবেন হাত যেন পরিষ্কার আর শুকনো থাকে। তেলযুক্ত চোখের মেক-আপ কখনও ব্যবহার করবেন না। প্রথমেই আপনাকে কনট্যাক্ট লেন্স লাগিয়ে নিতে হবে। কারণ কাজল বা মাসকারা লাগাবার পর Coloured Lens পরতে গেলে লেন্সের সঙ্গে কাজল, মাসাকারা চোখের ভিতর ঢুকে যেতে পারে। এর ফলে চোখে জ্বালা করে চোখে জল আসতে পারে। সুতরাং মেক-আপ করার আগে কনট্যাক্ট লেন্স লাগিয়ে নিলে চোখের কোনও ক্ষতি হবে না এবং মেক-আপও নষ্ট হবে না। অনেকে পারমানেন্ট কাজলও লাগিয়ে নেন। এতে সুবিধা হচ্ছে আপনি যখন খুশি লেন্স পরতে পারবেন।

পার্মানেন্ট আইব্রোজ-এর জন্য মেশিনের সাহায্যে আইব্রোজ-কে মনের মতো শেপ এবং কালার দেওয়া হয়। এটি ঘাম বা স্নানের সময় জলে নষ্ট হয় না। ১২ থেকে ১৫ বছর অবধি এটি টিকে থাকে এবং এরজন্য কোনও সার্জারিরও দরকার পড়ে না। জার্মান কালার্স অ্যান্ড নিডল্স-এর সাহায্যে পার্মানেন্ট মেক-আপ করা হয় এবং এর কোনও ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সাধারণত এই পুরো প্রসেস-টি হয়ে যাওয়ার পর ত্বকে হালকা লালভাব আসে যেটা ১৫ থেকে ২০ মিনিট বাদে নিজে থেকেই মিলিয়ে যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...