আমি একজন অভিনেত্রী। আমার বয়স ২৮ বছর। আমি প্রচণ্ড খুশকির সমস্যায় ভুগি। সবসময় ত্বকে এবং জামাকাপড়েও খুশকি লেগে থাকে। স্ক্যাল্পেও অনেক সময় কিছুটা জায়গা নিয়ে খুশকির একটা পরত পড়ে যায়। শীতকালে এই সমস্যা আরও বৃদ্ধি পায়। এর থেকে মুক্তি মুক্তি পাব কীভাবে?

আপনার চিঠি পড়ে মনে হচ্ছে, আপনার খুশকির ধরন তৈলাক্ত। অনেক সময় ফাংগাল ইনফেকশন থেকেও স্ক্যাল্পে খুশকির প্রকোপ বাড়ে। এর চিকিৎসা হিসেবে ত্বকের প্রকার বুঝে অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন। মাথার ত্বক পরিষ্কার রাখা উচিত এবং অয়েলি ত্বকে রোজ শ্যাম্পু করার প্রয়োজন। সপ্তাহে দু'বার স্ক্যাল্পে হট অয়েল মাসাজ করুন এবং তোয়ালে জড়িয়ে গরম ভাপ নিন। সমস্যা বাড়লে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আমি আধুনিকা এবং অফিসে কর্মরতা। নিয়মিত আমাকে পার্টি অ্যাটেন্ড করতে হয়। খোলামেলা পোশাক পরতে পছন্দ করি। কিন্তু নিয়মিত বডি পলিশিং করা সম্ভব হয়ে ওঠে না। ত্বক উজ্জ্বল রাখতে চাই। ত্বক উজ্জ্বল করার কোনও উপায় থাকলে জানান৷

সবথেকে আগে, শরীরের যেসব অংশ পোশাকে ঢাকা পড়ে না, সেগুলো স্নান করার সময় স্ক্রাবার দিয়ে ঘষুন। বিশেষ করে বাহু এবং বাহুমূল। নিয়মিত ঘষে পরিষ্কার রাখলে ত্বক আগের থেকে পরিষ্কার হয়ে উজ্জ্বল দেখাবে। পার্টিতে যাওয়ার আগে দেহের খোলা অংশে হ্যান্ড অ্যান্ড বডি লোশন ব্রোঞ্জর মিশিয়ে লাগান। এতে ত্বকের খোলা অংশ উজ্জ্বল দেখাবে।

লিপস্টিক বাছতে হলে আমি কনফিউজড হয়ে যাই, কোন রং বাছব! কী করে বুঝব কোন রং-এর লিপস্টিক আমাকে মানাবে?

চিঠিতে আপনার বয়স এবং গায়ের রং জানাননি। তবে লিপস্টিকে রেড কালারের শেড কখনও আউট অফ ফ্যাশন হয় না। আপনি স্টাইল মেনটেন করতে চাইলে রেড থেকে মেরুন যে-কোনও শেড কিনতে পারেন। সব রঙের জামাকাপড়ের সঙ্গে এই রং ম্যাচ করবে। তবে বয়স বেশি হলে হালকা শেডই ব্যবহার করা ভালো।

কয়েকদিনের মধ্যেই আমার বিয়ে। এখন আমাদের বাঙালিদের মধ্যেও মেহেন্দি লাগাবার ফ্যাশন শুরু হয়েছে। আমিও চাই মেহেন্দি লাগাতে কিন্তু ট্র্যাডিশনাল ডিজাইন ছাড়াও মেহেন্দিতে আর কী ধরনের ডিজাইন করানো যায়?

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...