আমার স্বামী একজন মদ্যপ এবং জুয়াড়ি৷ শুরুতে ও আমাকেও এই খেলায় অংশ নিতে বাধ্য করত৷আমি অশান্তি করায়,  এখন বাড়িতেই বন্ধুবান্ধবদের ডেকে জুয়ার আসর বসায়৷জুয়ায় হেরে গেলে মদ্যপ অবস্থায় আমায় মারধোরও করে৷ আমি অনেক বুঝিয়েও এই জুয়ার আসক্তি থেকে ওকে সরাতে পারছি না৷আমাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে৷ তারা খুবই ছোটো৷আমি চাই না তাদের জীবনটা ওর এই খারাপ অভ্যাসের জন্য নষ্ট হোক৷ ও সন্তানদের খুবই ভালোবাসে৷ নেশা কেটে গেলে ভুল স্বীকার করে, প্রতিজ্ঞা করে আর করবে না৷ ছেলেমেয়েদের ভালো করে মানুষ করবে৷আর টাকাগুলো এভাবে নয়ছয় করবে না৷  কিন্তু এই অনুশোচনা দীর্ঘস্থায়ী হয় না৷ পুনরায় একই কাজ করে৷ কী করব?

 

এসব ক্ষেত্রে নেশায় আসক্ত ব্যক্তিরা কখনোই মানতে চায় না যে তারা অনৈতিক কোনও কাজ করছে৷ Cheat, lie, deny, এই তিনটি জিনিস তাদের স্বভাবসিদ্ধ৷ আপনি চাইলেই যে আপনার স্বামী কাল থেকে স্বভাব বদলে ফেলবে, এটা আপনি আশা করবেন না৷ আপনার জন্য খারাপই লাগছে, কিন্তু স্বামীকে এই বিশ্রি নেশার কবল থেকে বের করে আনা মোটেই সহজ নয় এবং সময়সাপেক্ষও বটে৷

আপনি হয়তো সমর্থন আশা করছেন, আর পরামর্শটি পড়ে মনে হচ্ছে যে  আপনার প্রতি কঠোর হচ্ছি৷ আসলে কিছু বিষয় আপনাকেও কঠোর ভাবে বিবেচনা করতে হবে৷ কয়েকটি জিনিস আপনাকে বুঝতে হবে৷ আপনি কী করতে পারেন এবং আপনি কী করতে পারেন না। আপনি তাকে পরিবর্তন করতে পারবেন না খুব সহজে। আপনি তাকে চিকিৎসা নিতে বাধ্য করতে পারবেন না। আপনি তাকে বন্ধুদের থেকে দূরে থাকতে বা তার মদের প্রতি আসক্তি বন্ধ করতে পারবেন না রাতারাতি। যত তাড়াতাড়ি আপনি এই চরম সত্য বুঝতে পারবেন, আপনার পথ তত পরিষ্কার হবে। আপনি তাকে ভালোবাসেন,হয়তো সেও আপনাকে ভালোবাসে এবং আপনার বাচ্চাদেরও৷ কিন্তু সে তার আসক্তিকে বেশি ভালোবাসে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...