আমার বয়স ২১ বছরআমাদের ফ্যামিলি খুবই ট্র্যাডিশনালমায়ের মুখে শুনেছি, আমার জন্মের পরপরই আমার দাদু ঘোষণা করেন যে বড়ো হয়ে আমার বিয়ে হবে আমাদেরই পরিবারের এক বন্ধুর ছেলের সঙ্গে, আমার জন্মের সময় যার বয়স ছিল বছরছেলেটির দাদু এবং আমার দাদু দু’জন বন্ধু ছিলেনসেই সূত্রেই আমি বাগদত্তা হই

আমার সঙ্গে কার বিয়ে হবে সেটা শুনতে শুনতেই আমি বড়ো হয়েছিপ্রথমটায় অবশ্য কিছুই বুঝতাম না, একসঙ্গে ছোটোবেলায় খেলা করতামকিন্তু যত বড়ো হয়েছি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরেছি এবং ধীরে ধীরে একে অপরকে ভালোবেসেও ফেলেছিএখন ছেলেটির বয়স ২৭ বছর

গত মাসে হঠাত-বাবার সঙ্গে জেঠুর একটা মনোমালিন্য শুরু হয় আমাদের পারিবারিক ব্যাবসা নিয়েবিরাট পরিমাণ অর্থের ক্ষতি হয় যার দায় একে অপরের ঘাড়ে বাবা-জেঠু চাপাবার চেষ্টা চালানদাদুদের বন্ধুত্বের স্ট্রং বন্ডিং-টাও এখন আর নেই যেহেতু ওনারা দুজনেই আজ আর আমাদের মধ্যে নেই

এই বিবাদের ফলে ওনারা এখন দুজনেই ঠিক করেছেন একসঙ্গে ব্যাবসা আর করবেন না এবং সন্তানদের একে অপরের সঙ্গে ঠিক হয়ে থাকা বিয়েটাও ওনারা ভেঙে দিয়েছেন

এতে আমরা দুজনেই ভীষণ ভাবে ভেঙে পড়েছিআমি এই ব্যাপারে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে রাজি আছি কিন্তু ছেলেটি রাজি নয়ওর মতে বড়োদের বিরোধিতা করে বিয়ে করলে সেই বিয়ে সুখের হয় নাএই মতামত জানিয়ে আমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছেএতে আমি মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিআত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছেকীভাবে এই ঝড় কাটিয়ে উঠব বুঝতে পারছি নাপরামর্শ দিন

আপনার ‘উড বি একজন মেরুদণ্ডহীন পুরুষ, এতে কোনও সন্দেহ নেই। ওকে ভোলার চেষ্টা করুন কারণ উনি আপনার কান্নার যোগ্য নন। আপনার বয়স এখন খুবই অল্প। যেহেতু আপনি জ্ঞান হওয়া থেকেই ওই ছেলেটির সঙ্গেই বিয়ের স্বপ্ন দেখে অভ্যস্ত হয়ে পড়েছেন তাই আপনার এখন মনে হচ্ছে ওকে ছাড়া আপনার জীবন শূন্য। চারপাশে ভালো করে তাকালেই বুঝতে পারবেন আপনার উপযুক্ত অনেক ছেলেই রয়েছে যারা আপনাকে সুখী করতে পারবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...