আমার বয়স কুড়ি বছর। আমি ও আমার প্রেমিক গত তিন বছর ধরে সম্পর্কে লিপ্ত। কিছু পারিবারিক সমস্যা থাকায় বছর দুয়েক পরে আমরা বিয়ে করব ঠিক করেছি। আমাদের পরিবারও জানে আমাদের সম্পর্কের কথা। আমরা প্রায়ই মিলিত হই এবং আমাদের মধ্যে এতদিন বোঝাপড়ার কোনও সমস্যা ছিল না। কিন্তু সম্প্রতি আমার প্রেমিক বলছে যে তার ওপেন রিলেশনশিপ পছন্দ। সে অন্য যৗনসঙ্গীকে গ্রহণ করতে মানসিক ভাবে প্রস্তুত এবং আমাকেও অন্য সঙ্গীর সঙ্গে মিলিত হতে পরামর্শ দিচ্ছে। তার মতে এর ফলে আমাদের যৗনজীবনে যে একঘেয়েমি এসে গেছে, তা থেকে আমরা বেরোতে পারব। সে যতটা সহজে এই প্রস্তাব দিতে পেরেছে, আমি সেটা ততটা সহজে মানতে পারছি না। তাকে ছাড়া অন্য কোনও যৗনসঙ্গীর আমার প্রয়োজন নেই একথা তাকে বলেছি। একঘেয়েমি কাটানোর জন্য কী করব সেটা অবশ্য বুঝতে পারছি না, আবার ওর এই অদ্ভুত ইচ্ছাকে প্রশ্রয় দিতেও পারছি না। কী করি জানান।
ওপেন রিলেশনশিপ সবাই মেনে নিতে পারে না। বিশেষ করে ভারতীয় মেয়েরা যে-ধরনের অনুশাসনে বেড়ে ওঠে, তাতে চট করে একাধিক সেক্স পার্টনারকে গ্রহণ করতে মানসিক ভাবে তারা প্রস্তুত থাকে না। পারস্পরিক সম্পর্ক বজায় রেখে, প্রেমিকের অন্য প্রেমিকাকে মুক্ত মনে অ্যাকসেপ্ট করা সহজ নয়। আপনার ক্ষেত্রেও এটাই ঘটেছে। আপনি আগে খোঁজ নিয়ে দেখুন আপনার প্রেমিকটি অন্য কোনও মহিলার সঙ্গে ইতিমধ্যেই ইনভলভ্ড কিনা। হয়তো সেই জন্যই তিনি এই ওপেন রিলেশনশিপের প্রস্তাব দিয়েছেন। ইমোশনালি বা সেক্সুয়ালি যেভাবেই উনি জড়িয়ে পড়েছেন কিন্তু একটা কথা স্পষ্ট যে তিনি আপনাকেও হারাতে চান না। তাই দু’পক্ষই বজায় রাখার এটা অজুহাত নয়তো? খোলাখুলি জানতে চান তার কাছে যে, তার অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে কিনা। যৗনক্রিয়ায় একঘেয়েমি কাটানোর জন্য কিছু অনুঘটকের সাহায্য নিন। যেমন পর্ন ভিডিয়ো বা একান্তে ছুটি কাটানো, পশ্চার-এ পরিবর্তন। কিন্তু এসবেও তিনি যদি কনভিন্সড্ না হন, তাহলে বুঝে নিন নিশ্চিত ভাবেই উনি অন্য কোথাও জড়িয়ে পড়েছেন। সম্পর্ক শেষ হবার দিকেই এগোচ্ছেন আপনারা ।




 
        
    
