আমি চাকুরিরতা। একমাস পরেই আমার বিয়ে। অফিসের কাজে আমাকে এতটাই ব্যস্ত থাকতে হয় যে ত্বকের কোনও যত্নই নিতে পারি না। এছাড়াও আমার চুল খুব ড্রাই এবং প্রাণহীন। আমি সবরকম চেষ্টা করে দেখেছি। স্পা করানো থেকে শুরু করে ভালো শ্যাম্পু, কন্ডিশনার সবকিছুই ট্রাই করেছি। কোনও লাভ পাইনি। আমি চাই বিয়ের দিন আমাকে খুব সুন্দর লাগুক দেখতে। এর জন্য আমাকে কী করতে হবে?

 

উত্তর - আপনি কোনও ভালো ডার্মাটোলজিসট দেখিয়ে তাঁর পরামর্শ নিন। বাড়িতে যেসব ফেসমাস্ক বানাতে পারেন যেমন হলুদ-চন্দন-বেসন মিশিয়ে অথবা লেবু-মধুর প্যাক বা পেঁপের ফেসপ্যাক - ও আপনি ব্যবহার করতে পারেন । আপনার যদি বাড়িতে ফেসপ্যাক বানাবার সময় না থাকে তাহলে পাওয়ার গ্লো ফেসিয়াল, লেজার ফেসিয়াল, ফটো ফেসিয়াল, লেজার টোনিং, পার্মানেন্ট মেক-আপ ট্রিটমেন্ট অথবা ডার্মারোলার-এর মতো যে-কোনও ডার্মাটোলজি ট্রিটমেন্ট আপনি করাতে পারেন। এগুলি প্রত্যেকটাই খুবই কার্যকরী। মুহূর্তে আপনার ত্বকে গ্লো ফিরিয়ে আনতে সক্ষম।

এবারে আসি চুলের কথায়। সূর্যের আলো সরাসরি চুলে লাগলে ত্বকের মতো চুলও রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। এই ক্ষেত্রে চুলেরও দরকার সানস্ক্রিন। বাজারে নানা ধরনের হেয়ার সানস্ক্রিন পাওয়া যায় কিন্তু বাড়িতেও আপনি সানস্ক্রিন বানিয়ে নিতে পারবেন। নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে সানস্ক্রিন তৈরি করে নিতে পারেন। এটি খুবই কার্যকরী। এটি চুলের পুষ্টি জোগাবে এবং সূর্যের তাপ থেকেও চুল বাঁচবে। এটি নিয়মিত আপনি চুলে লাগাতে পারেন। এগুলি যদি নিয়মিত মেনে চলেন তাহলে অবশ্যই বিয়ের দিনটিতে আপনার সৌন্দর্য সকলকে মুগ্ধ করবে।

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...