আমি ও আমার বয়ফ্রেন্ড সেই কলেজ লাইফ থেকে পরস্পরকে ভালোবাসতাম। দুজনে সম্প্রতি বিয়েও করেছি। বিয়ের আগে আমরা কখনও যৌন সম্পর্কে লিপ্ত হইনি তাই পরস্পরের পছন্দ-অপছন্দগুলোও জানা হয়নি। এখন বিয়ের পর আমি কিছুতেই যৌনতায় তৃপ্তি পাচ্ছি না এবং আমার স্বামী সম্ভোগের প্রাক পর্যায় অর্থাৎ ফোর প্লে করতে অক্ষম। ফলে আমার চূড়ান্ত উত্তেজনা তৈরি হবার আগেই যৌনক্রিয়া শেষ করে দেয়। আমি অনেক অভিযোগ করেছি, কান্নাকাটির পর্যায়েও বিষয়টাকে নিয়ে গেছি কিন্তু ও মানতে রাজি নয় যে ও আমায় তৃপ্তি দিতে অক্ষম। এদিকে আমি বিবাহবিচ্ছেদ করব বলাতে ও মিনতি করছে যেন আমি এরকম কোনও সিদ্ধান্ত না নিই। আমি কী করব কিছুতেই বুঝতে পারছি না। এই সম্পর্ক বয়ে বেড়াব কী করে এই অতৃপ্তি নিয়ে?

 

এই ব্যাপারে আমাদের সমাজ বেশ কিছুটা পিছিয়ে রয়েছে আজকের দিনেও। সমাজে আজ নারী ও পুরুষের সমান অধিকার বলে দাবি করা হয়।  অথচ আজও সমাজে পুরুষরা অধিকাংশ সময়ে মানতেই চায় না যে, মেয়েদেরও যৌনতার ব্যাপারে কিছু পছন্দ-অপছন্দ বা চাহিদা থাকতে পারে। তারা নিজেদের চাহিদা নিজের মেয়ে সঙ্গীর উপর চাপিয়ে দিয়ে হাত পা ঝেড়ে ফেলতে চায়। তার কী চাহিদা সে সম্পর্কে জানার কোনও আগ্রহই তার থাকে না। যৌনতার ব্যাপারে প্রপার ট্রেনিং বা সেক্স এডুকেশন ছোটো থেকে গড়ে ওঠে না আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থায়। ফলে যৌনজীবনে ফোরপ্লের বিষয়টা নারী পুরুষ নির্বিশেষে অনেকের কাছেই খুব স্পষ্ট নয়। আপনি যদি এই সম্পর্কটা বজায় রাখতে চান, তাহলে আপনার হাজব্যান্ডকে ফোরপ্লে বিষয়ে একটু শিক্ষিত করে তুলুন– সেটা বই বা পর্ন ভিডিয়ো যেটার সাহায্যেই হোক। দুজনে দুজনকে সময় দিন এই ব্যাপারটাতে। দেখবেন সব ঠিক হয়ে যাবে।

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...