আমার বয়স ৩৩ বছরআমি চাকরি করি না১২ বছর হয়ে গেছে আমার বিয়ের কিন্তু আমাদের কোনও সন্তান নেইআমি আইভিএফ করাতে চাই কিন্তু শুনেছি এই পদ্ধতিতে জন্মানো বাচ্চার মধ্যে জন্মগত শারীরিক বিকৃতি ঘটার সম্ভাবনা বেশি থাকেএটা কি ঠিক?

স্বাভাবিক ভাবে জন্মানো বাচ্চার থেকে আইভিএফ পদ্ধতিতে জন্মানো বাচ্চার জন্মগত শারীরিক বিকৃতি হওয়ার সম্ভাবনা মাত্র ১ থেকে ২ শতাংশ বেশি থাকে। স্বাভাবিক গর্ভধারণের ক্ষেত্রে এই আশঙ্কা প্রতি ১৫টি বাচ্চার মধ্যে ১জনের হওয়ার ভয় থাকে। সেই তুলনায় আইভিএফ-এর ক্ষেত্রে প্রতি ১২টি বাচ্চার মধ্যে ১জনের হওয়ার সম্ভাবনা থাকে।

অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকের সাহায্যে নতুন পদ্ধতি আবিষ্কারের চেষ্টা চলছে। যারা কোনও কারণবশত সন্তান ধারণ করতে পারেননি তাদের এবং বংশানুক্রমে সুস্থ বাচ্চা যাতে জন্ম দেওয়া যায়, এই দুটোর ক্ষেত্রেই এই পদ্ধতি অনেকটা সাহায্য করবে।  স্বাভাবিক কোনও দম্পতি যাদের বন্ধ্যাত্বের সমস্যা নেই অথচ এমন কোনও জিন তাদের শরীরে রয়েছে যেটা সম্পূর্ণ বংশানুক্রমিক যেমন থেলাসিমিয়া, ইনটেসটাইন ডিজিজ, ডাউন সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম ইত্যাদি, এই পদ্ধতিটিতে  সেই সব দম্পতিও যাতে সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে তাতেও সাহায্যে করবে। ভ্রূণকে বিকশিত করার পর ল্যাবে পরীক্ষা করা হয়। যে-সব ভ্রূণে, জেনেটিকালি কোনও সমস্যা থাকে না, সেই ভ্রূণই একমাত্র মহিলাদের গর্ভে ইমপ্লান্ট করা হয়।

প্রথম প্রথম আইভিএফ-এর সাফল্য ২০ থেকে ৪০ শতাংশ হতো। এখন পরীক্ষানিরীক্ষায় জানা গেছে যে, সর্বশ্রেষ্ঠ ভ্রূণ বেছে নেওয়ার অত্যাধুনিক যে-পদ্ধতি বার হয়েছে, তার সাফল্য আইভিএফ-এর সাফল্যকে ৭৮ শতাংশ পর্যন্ত বাড়াতে সাহায্য করেছে।

 

 

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...