আমি ৫৪ বছর বয়সী মহিলা। আমার বারবার ইউটিআই (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন)-এর সমস্যা হয়। অনেক বার চিকিৎসা করিয়েছি কিন্তু এই সমস্যা স্থায়ী ভাবে কিছুতেই দূর হচ্ছে না। কী করব?

মেনোপজ হয়ে যাওয়ার পর প্রায়শই মহিলাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। ব্লাডারে ইউরিন থেকে যায়, ভালো ভাবে পাস হয় না। ফলে সংক্রমণ হওয়ার ভয় বেড়ে যায়। অনেক মহিলাদের আবার মেনোপজ হয়ে যাওয়ার পর ইউরিন পাস করার রাস্তা ড্রাই হয়ে যায়। এর চিকিৎসা হল হরমোন থেরাপি। অপারেশন করেও ইউরিন পাস করার ট্র্যাক্ট চওড়া করা হয়। মেনোপজের পর সাধারণত এস্ট্রোজেন হরমোনের ঘাটতির কারণে ভ্যাজাইনা, ইউরেথ্রা এবং ব্লাডারের নীচের অংশের টিস্যু অনেক পাতলা হয়ে যায় এবং সহজে ছিঁড়ে যায়, ফলে সংক্রমণ হওয়ার ভয় অনেকাংশে বেড়ে যায়। আপনাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শারীরিক হাইজিন মেনে চলতে হবে।

 

আরও পড়ুন

 

আমার বয়স ২৫ বছর এবং সন্তানসম্ভবা। আমার কিডনি স্টোন ধরা পড়েছে। এতে গর্ভাশয়ের ওপর কি কোনও প্রভাব পড়বে?

 বাচ্চা, গর্ভাশয়ের স্থান দখল করলে কিডনির উপর অবশ্যই প্রভাব পড়বে। যেহেতু আপনার কিডনিতে স্টোন রয়েছে, তাই সমস্যা আরও খারাপের দিকে যেতে পারে। গর্ভাবস্থায় কিডনির উপর বেশি প্রেশার পড়ে। এতে সংক্রমণ হওয়ার ভয় আরও বেড়ে যায় এবং সেটা বাচ্চার জন্য আরও ক্ষতিকারক হতে পরে। তাই প্রেগন্যান্সি প্ল্যান করার আগে স্টোনের ওয়ার্কআপ করানো খুব জরুরি, যাতে স্টোনের পরিস্থিতি জানতে পারা যায়।

 

 

 

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...