আমি ২১ বছর বয়সি যুবতি। বাইরে ঘুরে বেড়ানো, হইচই করা সবাই মিলে এইসব করতে আমার খুব ভালো লাগে। পড়াশোনা করতে বা বাড়ির কোনও কাজ করতে একদম ভালো লাগে না। সেজন্য বাড়ির লোকেরা আমার উপর খুব রেগে থাকে। কী করে আমার এই অভ্যাস বদলাব?
আপনি খুব সহজেই এই অভ্যাস বদলাতে পারবেন। এখন বাইরে বাইরে ঘুরতে, হইচই করতে খুব ভালো লাগলেও কিছুদিন পর আপনার বন্ধুরাই যখন পড়াশোনা এবং পরিশ্রম করে জীবনে অনেকটা এগিয়ে যাবে, চাকরি-বাকরি করা শুরু করে দেবে আর আপনি পিছনে পড়ে থাকবেন তখন আপশোস করেও কোনও লাভ হবে না।
বাড়ির কাজ করতেও আপনার ভালো লাগে না। সুতরাং না আপনি নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবেন আর না তো বাড়ির কাজ দক্ষ হাতে সামলাতে পারবেন। সাধারণত বাড়িতে মা-বাবা চেষ্টা করেন সন্তানের খারাপ ভালো সবকিছুই মেনে নিতে। তাদেরকে আগলে রাখতে। কারণ সব মা-বাবাই তাদের সন্তানকে ভালোবাসেন, স্নেহ করেন। কিন্তু বিয়ের পর আপনার শ্বশুরবাড়ির লোকজনও যে আপনার এই অভ্যাস মেনে নেবে তার কোনও নিশ্চয়তা নেই।
সুতরাং ভালো হবে আপনি নিজেকে এখন থেকেই বদলাবার প্রয়াস শুরু করে দিন। এর জন্য আপনার রুটিন লাইফ বদলাতে হবে। রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে হেঁটে আসুন। ব্যায়াম করুন। ভালো বই, ম্যাগাজিন পড়ুন। অপরের জন্য ভালো কিছু করার চেষ্টা করুন। পড়াশোনায় মন দিন। বাড়ির কাজেও সকলের সঙ্গে আপনিও কিছু কিছু সাহায্য করুন।
প্রথম প্রথম হয়তো করতে ইচ্ছে করবে না, বোর ফিল করবেন কিন্তু ধীরে ধীরে দায়িত্ব নেওয়ার গুরুত্ব বুঝতে পারবেন। বাড়ির কাজেও অভ্যস্ত হয়ে উঠলে বাড়িতেও সকলের বাহবা কুড়োবেন আর নিজের কেরিয়ারও সামলে নিতে পারবেন।